মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প *** সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ *** দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ *** রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ *** স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের *** ভারতের রাষ্ট্রপতির সম্মতি, ওয়াক্‌ফ বিল আইনে পরিণত *** ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা *** পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার *** প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী *** ‘ইন্ডিয়ান আইডল’ কলকাতার মানসী ঘোষ

ঢাকায় দায়িত্ব পালনকারী সাবেক দুই মার্কিন কূটনীতিক নিরপেক্ষ নন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থানরত সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম মিলাম এবং জন ড্যানিলোভিজ 'নিরপেক্ষ নন' বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল শনিবার ভিডিওসহ এক টুইটে এই দুই মার্কিন কূটনীতিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শাহরিয়ার আলমের টুইট করা ভিডিও স্টোরিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারির সঙ্গে সাবেক কূটনীতিকদের সম্পর্ক দেখানো হয়েছে।

ভিডিও-টুইটে শাহরিয়ার আলম বলেন, সবাইকে অবশ্যই জানা উচিত যে, এই সাবেক কূটনীতিকরা নিরপেক্ষ নন। তারা কখনই নিরপেক্ষ ছিলেন না, এমনকি যখন তারা ঢাকায় দায়িত্ব পালন করছিলেন। প্রশ্ন হলো তারা কি বিনা পয়সায় এটা করছেন? যদি না হয়, তাহলে কারা তাদের বেতন দিচ্ছেন? আমরা এই 'কেন'র উত্তর জানি।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই টুইটের জবাবে জন ড্যানিলোভিজ বলেছেন, মাননীয় প্রতিমন্ত্রী জানেন এটি একটি মিথ্যা এবং দুঃখজনক যে, তিনি চরিত্র হননের সঙ্গে জড়িত। আমি বুঝতে পারি এবং দুঃখ প্রকাশ করছি যে তিনি এই ধরনের একটি মৌলিক বিষয় বেছে নিয়েছেন, যার জন্য তাকে কতটা চাপের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ এবং এর নাগরিকদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা আছে। আমি সেখানে এবং সর্বত্র গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়নে আমার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যেতে চাই।

উইলিয়াম মিলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে এবং দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জন ড্যানিলোভিজ ২০০৭ সাল এবং ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ২ বার ঢাকায় রাষ্ট্রদূত ও ম্যাগাজিনটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাহী সম্পাদক হিসেবে পত্রিকাটি পরিচালনা করেন মুশফিকুল ফজল আনসারি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভিডিও স্টোরিতে প্রশ্ন করা হয়, কীভাবে মার্কিন কূটনীতিকরা এমন একটি দলের পক্ষে ওকালতি করতে পারেন, যেটি এখন পলাতক ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যেই 'হিংসাত্মক রাজনীতির প্রতীক' হিসেবে চিহ্নিত এবং মার্কিন স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে? জঙ্গিদের সঙ্গে যোগসাজশ এবং ব্যাপক দুর্নীতিতে লিপ্ত।

আই. কে. জে/ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্কিন কূটনীতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন