বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ব্রিটেনের পররাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি- ছবি: সংগৃহীত

তাইওয়ানের উপর যে কোনও হামলার বিরুদ্ধে গত মঙ্গলবার চীনকে সতর্ক করেছে ব্রিটেন। ব্রিটেন জানায় চীন যদি আন্তর্জাতিক নিয়মাবলি মেনে চলতে ব্যর্থ হয়, তবে দেশটিকে এজন্য চরম শাস্তি ভোগ করতে হবে।

ব্রিটেনের পররাষ্ট্র সচিব, জেমস ক্লেভারলি জানান যে ব্রিটেন সব ধরনের সার্বভৌমত্ব সমস্যার শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়।

উল্লেখ্য, স্ব-শাসিত তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে চীন এবং যে কোনও প্রকারে তাইওয়ানকে নিজের দখলে আনতে চায়।

চলতি মাসের শুরুতে, তাইওয়ানকে অবরুদ্ধ করে সামরিক মহড়া চালায় চীন।

ক্লেভারলি বলেন, তাইওয়ান প্রণালীতে সংঘাত মূলত বিশ্ব উৎপাদন শৃঙ্খল, বিশেষ করে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে।

ধারণা করা হয়, এ অঞ্চলে যদি চীন যুদ্ধ করে তবে ২.৬ ট্রিলিয়ন ডলারের বিশ্ব বাণিজ্য ধ্বংসের সম্মুখীন হবে। বিশ্বের প্রায় সব দেশকেই এর প্রতিক্রিয়া ভোগ করতে হবে।

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিরোধ দেখা দেয়।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেন ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। উইঘুর মুসলিম সংখ্যালঘুদের প্রতি চীনের বিরূপ আচরণ এবং ব্রিটেনের ৫জি টেলিকম নেটওয়ার্কের ব্যাপারে টেকফার্ম হুয়াওয়ের সম্পৃক্ততার উপর বাধা প্রদানের কারণে এ সম্পর্কের আরো অবনতি ঘটে।

আরো পড়ুন: অপপ্রচারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মেলন

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য ব্রিটেন সরকারের কাছে আবেদন জানায়।

ক্লেভারলি চীনের বিরুদ্ধে নতুন স্নায়ুযুদ্ধের ঘোষণা দেন এবং জানান চীনকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করাই তাদের উদ্দেশ্য বলে জানান।

তিনি হংকংয়ের স্বাধীনতা রক্ষার জন্য ব্রিটেনের সাথে স্বাক্ষরিত যৌথ ঘোষণা এবং জাতিসংঘের সনদ সহ আন্তর্জাতিক রীতিনীতি বজায় রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের সূচনা করতে হবে মৌলিক আইন ও প্রতিষ্ঠানকে সম্মান করার মাধ্যমে, যার মধ্যে রয়েছে জাতিসংঘের সনদ। এ সনদ প্রতিটি দেশকে আক্রমণের বিরুদ্ধে রক্ষা করে।

তিনি চীনকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে তার নিরপেক্ষ অবস্থান ত্যাগের জন্যেও আহ্বান জানান।

এমএইচডি/ আই. কে. জে/

তাইওয়ান চীন যুক্তরাজ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন