ফাইল ছবি (সংগৃহীত)
তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিকের মৃত্যুর ১১ বছর পূর্ণ হল আজ শুক্রবার (২৪ নভেম্বর)।
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ১১তম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আত্মীয়-স্বজন, আহত শ্রমিক ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।
২০১২ সালের এই দিনে ১১৪ জন শ্রমিক নিহত হন তাজরীন ফ্যাশনস কারখানার আগুনে। আহত হন অনেকে।
তবে এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।
শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, এই দীর্ঘ ১১ বছরেও হতাহত শ্রমিকরা পায়নি পুনর্বাসন ও সুচিকিৎসা। এ ছাড়া সরকার ও বিজিএমইএর কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী মেলেনি প্রাপ্তি।
কারখানাটিতে এক হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন, দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। মরদেহ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের মরদেহ শনাক্ত না হওয়ায় তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
এসকে/
তাজরীন ট্র্যাজেডি ১১তম বার্ষিকী গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড
খবরটি শেয়ার করুন