রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

দর্শকদের দুয়োধ্বনি আমাদের প্রাপ্য : মেনে নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নেদারল্যান্ডসকে ২২৯ রানে বেঁধে ফেলার পর জয় দেখতে পাচ্ছিল বাংলাদেশ। বিদেশ-বিভুঁইয়েও স্লোগানে মুখরিত হয়েছে গ্যালারি। লাল-সবুজ জার্সি পরে বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন দিতে এসেছিলেন দর্শকরা। সাকিবদের কাছ থেকে তারা উপহার পেলেন হতাশার পরাজয়। কলকাতাতেও নিজ সমর্থকদের কাছে শুনতে হলো দুয়ো। সমালোচনা আর বিতর্ক মেনে নিয়ে সাকিব জানান, এটা তাদের প্রাপ্য।

বেশ কঠিন সময় পার করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ভারত বিশ্বকাপে সাকিব তো বটেই, বাংলাদেশ দলও পারফরম্যান্স দেখাতে পারছে না। ছয় ম্যাচে মাত্র ১ জয় টাইগারদের। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় আসেন সাকিব।

এখানে এসে দুদিন অনুশীলন করেন ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। তবে দ্বিতীয় দিন অনুশীলনের পর মিরপুরের ইনডোর থেকে বের হওয়ার সময় দেশের ক্রিকেট সমর্থকরা তাকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' বলতে থাকেন।

এরপর বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে আউট হন সাকিব। ডাচদের বিপক্ষে আউট হয়ে ফেরার সময়ে ইডেন গার্ডেন্সে সাকিবকে আবারও দুয়ো দেন উপস্থিত দর্শকরা। ইতিহাসে কখনো এমন ঘটনার সাক্ষী হয়নি টাইগার দলপতি।

এ নিয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে। সাকিব অবশ্য বাস্তবতাকে মেনেই নিচ্ছেন। দর্শকদের এই অধিকার আছে বলেই মনে করেন তিনি।

আরো পড়ুন: ব্যালন ডি অর লড়াইয়ে এগিয়ে আছেন মেসি

দর্শকদের হতাশা স্বাভাবিক আখ্যা দিয়ে ম্যাচ শেষে সাকিব বলেছেন, 'হতাশাজনক। তারা (দর্শকরা) আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে, তাদের মতো করে বলার।

তাদের প্রতি আমার কোনও অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, এটা (দুয়োধ্বনি) আমরা ডিজার্ভ করি।'

হারের দায় স্বীকার করে সাকিব শুধু একটা কথাই বলছেন যেমন খেলেছেন তারচেয়ে অনেক ভালো দল তারা,  'কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা এর চেয়ে ভালো দল। সেভাবে কিছুই করতে পারেনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে সবাই এটা স্বীকার করবে। আমরা যা পারি এর কিছুই করতে পারিনি।'

এসি/ আই. কে. জে/



সাকিব আল হাসান দর্শকদের দুয়োধ্বনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন