বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

দাড়ি দিয়ে গাড়ি টেনে বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্বরেকর্ডের তালিকায় শক্তিশালী মানুষের জন্য আছে বিশেষ এক স্থান। নানানভাবে মানুষ তাদের শক্তির প্রমাণ দিয়ে জয় করছেন বিশ্ব রেকর্ডের খেতাব। এবার ভারতের কপিল গেহলট দাড়ি দিয়ে সবচেয়ে ভারী গাড়ি টেনে নেওয়ার তৈরি করেছেন রেকর্ড। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, ২ হাজার ২০৫ কেজি (৪ হাজার ৮৬১.১৯৩ পাউন্ড) ওজনের একটি গাড়ি তিনি শুধু তার দাড়ি দিয়েই টেনে নিয়ে যান ২২৬ ফুট ৩ ইঞ্চি (৬৮ মিটার)। ২০১২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী বস্তু টেনে নেওয়ার জন্য রেকর্ডের তালিকাভুক্ত করেন।

তবে শুধু কপিল নন, এই তালিকায় তার আগে নাম ওঠান স্পেনের ইসমায়েল রিভাস ফ্যালকন। ২০০১ সালে তিনি রেকর্ডটি করেন। মাদ্রিদে একটি টিভি শো এল শো দে লস রেকর্ডসের সেটে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ট্রাক টেনে নিয়ে রেকর্ড তৈরি করেছিলেন।

ইসমাইল ২ হাজার ৭৫৩ কেজি (৬ হাজার ৬৯ পাউন্ড) ওজনের একটি ট্রাককে ১০ মিটার (৩২.৮ ফুট) দূরত্বে টেনে নিয়ে গিয়েছিল। এজন্য শুধু তার চিবুকের দাড়িগুলোই ব্যবহার করেছেন তিনি।

২০১৩ সালে ইস্তাম্বুলের আন্তানাস কনট্রিমাস দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন উত্তোলন করে রেকর্ড অর্জন করেন। তার দাড়িতে তিনি ৬৩.৮০ কেজি (১৪০ পাউন্ড)-এর একজন প্রাপ্তবয়স্ক নারীকে ঝুলিয়ে রেখেছিলেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এসকে/ 


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বরেকর্ড দাড়ি ভারী গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন