শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজা উপত্যকায় উল্লাস, বেদনাকে সঙ্গী করে ঘরে ফেরা উদ্‌যাপন *** সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা *** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে

দাড়ি দিয়ে গাড়ি টেনে বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্বরেকর্ডের তালিকায় শক্তিশালী মানুষের জন্য আছে বিশেষ এক স্থান। নানানভাবে মানুষ তাদের শক্তির প্রমাণ দিয়ে জয় করছেন বিশ্ব রেকর্ডের খেতাব। এবার ভারতের কপিল গেহলট দাড়ি দিয়ে সবচেয়ে ভারী গাড়ি টেনে নেওয়ার তৈরি করেছেন রেকর্ড। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, ২ হাজার ২০৫ কেজি (৪ হাজার ৮৬১.১৯৩ পাউন্ড) ওজনের একটি গাড়ি তিনি শুধু তার দাড়ি দিয়েই টেনে নিয়ে যান ২২৬ ফুট ৩ ইঞ্চি (৬৮ মিটার)। ২০১২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী বস্তু টেনে নেওয়ার জন্য রেকর্ডের তালিকাভুক্ত করেন।

তবে শুধু কপিল নন, এই তালিকায় তার আগে নাম ওঠান স্পেনের ইসমায়েল রিভাস ফ্যালকন। ২০০১ সালে তিনি রেকর্ডটি করেন। মাদ্রিদে একটি টিভি শো এল শো দে লস রেকর্ডসের সেটে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ট্রাক টেনে নিয়ে রেকর্ড তৈরি করেছিলেন।

ইসমাইল ২ হাজার ৭৫৩ কেজি (৬ হাজার ৬৯ পাউন্ড) ওজনের একটি ট্রাককে ১০ মিটার (৩২.৮ ফুট) দূরত্বে টেনে নিয়ে গিয়েছিল। এজন্য শুধু তার চিবুকের দাড়িগুলোই ব্যবহার করেছেন তিনি।

২০১৩ সালে ইস্তাম্বুলের আন্তানাস কনট্রিমাস দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন উত্তোলন করে রেকর্ড অর্জন করেন। তার দাড়িতে তিনি ৬৩.৮০ কেজি (১৪০ পাউন্ড)-এর একজন প্রাপ্তবয়স্ক নারীকে ঝুলিয়ে রেখেছিলেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এসকে/ 


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বরেকর্ড দাড়ি ভারী গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250