বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দীপাবলিতে প্রিয়াঙ্কা নিকের বাড়িতে ভারত-ভারত আমেজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

দীপাবলির উৎসবে মেতে উঠেছিল বিশ্বের সনাতন সম্প্রদায়। সামিল হয়েছে বঙ্গবাসী। আলোয় সেজে উঠেছে  পথঘাট, ঘরবাড়ি, পাড়া প্রতিবেশী। গত রোববার (১২ নভেম্বর)  পালিত হয়েছে দীপাবলি উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে এই তিথিতে অবাঙালিরা যেমন লক্ষী-গণেশ পূজা করেন। সনাতন বাঙালিরা মেতে ওঠেন কালীপূজায়।

সেই আবহে  রবিবার লস অ্যাঞ্জেলেসে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে দীপাবলি পার্টিতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। এ দিন তারকা দম্পতিকে দেশি আউটফিট পরে দেখা গিয়েছে। পরস্পরের হাত ধরে পার্টিতে প্রবেশ করেছেন তারকা দম্পতি।

লাল মাইক্রো ভেলভেট ব্লাউজ, দোপাট্টা এবং একটি সোনালি লেহেঙ্গায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। চুল খোঁপা বেঁধে তাতে লাল গোলাপ গুঁজেছেন অভিনেত্রী। বুলগারির সাপের ডিজাইনের নেকলেস পরেছেন। সবথেকে বেশি মনযোগ আকর্ষণ করেছে প্রিয়াঙ্কার নাটকীয় মেকআপ। 

কপালে সিঁদুরও পরেছেন। সাদা কুর্তা, সাদা পাজামা এবং গোলাপি ব্রোকেড জ্যাকেটে নিককে সুদর্শন দেখায়। নিকের ভাই জো জোনাসকেও নীল কুর্তা-পাজামা পরে দেখা গিয়েছে। নিয়াঙ্কার লুক দেখে মুগ্ধ ভক্তরা। তবে কারও মন্তব্য, ‘ওর মেকআপে কিছু সমস্যা হয়েছে?’ এক নেটিজেনের মন্তব্য, ‘ওর মেকআপ আর্টিস্টের কোনও সমস্যা আছে?’ তবে কেউ কেউ লিখেছেন, ‘এই মেকআপে দুর্দান্ত দেখাচ্ছে প্রি-কে’। কারও মন্তব্য, ‘ভারতীয় পোশাকে ওঁদের সবাইকে দারুণ দেখাচ্ছে’।

চলতি বছর দীপাবলি সেলিব্রেশনের কোনও ছবিই এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি প্রিয়াঙ্কা চোপড়া। শুধু মেয়ে মালতীর রঙ্গোলি আঁকার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী।

সপ্তাহ খানেক আগেই এসেছিলেন মুম্বাইতে। প্রিয়াঙ্কা চোপড়ার এই দেশে ফেরা ছিল পেশাগত কারণেই। জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আমেরিকা থেকে ভারতে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। 

আরো পড়ুন: ‘কারার ওই লৌহ কপাট’ গান বিতর্কে ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা

করবা চৌথের দিন মুম্বাইতেই ছিলেন তিনি, এখান থেকেই নিকের জন্য ব্রত রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে গত ২ নভেম্বরই দেশে ফিরে গিয়েছেন পিগি চপস।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে শেষবার হিন্দি ছবির পর্দায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। চার বছর বলিউডের ধরা ছোঁয়ার বাইরে পিগি চপস। মাঝে জানা গিয়েছিল, ফারহান আখতারের জি লে জারা-র হাত ধরে বি-টাউনে কামব্যাক করবেন অভিনেত্রী। 

তবে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই প্রোজেক্ট। খবর, প্রিয়াঙ্কার নাকি চিত্রনাট্য পছন্দ হয়নি, তাই বেঁকে বসেছেন নায়িকা। তিন কন্যের রোড ট্রিপের এই গল্পে প্রিয়াঙ্কা ছাড়াও থাকবেন ক্যাটরিনা, আলিয়া। তবে কবে শুরু হবে এই প্রোজেক্ট? তা নিশ্চিত নয়।

এসি/ আই. কে. জে/ 


নিক দীপাবলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন