বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

দীপাবলিতে যে স্মৃতি রয়েছে মাধুরীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি স্বপ্নসুন্দরী! আসমুদ্র হিমাচল তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখে! তাঁর মুক্তোর মত ঝরঝরে হাসিতে পুরুষকূলের হৃদয় পিংপং বলের মতো লাফায়! তাঁর চোখের চাহনিতে মূর্চ্ছা যায় আপামর জনতা! তিনি বলিউড সিনেমার ‘এভারগ্রিন ডিভা’! তিনি মাধুরী দীক্ষিত।

৫৬ বছর বয়সে এসেও সৌন্দর্য কমেনি তার। অভিনেত্রীর ত্বকের উজ্জ্বলতা আর চুলের সৌন্দর্য এখনও যেন সে কথাই বলে। তার হাসির ছটায় ঘায়েল আট থেকে আশি। তবে মাধুরীর সেই চুলেই নাকি আগুন ধরে গিয়েছিল। পুড়ে যায় চুলের বড় একটা অংশ। কীভাবে রক্ষা পেলেন মাধুরী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবার দীপাবলিতে তার চুলে আগুন ধরে একটা অংশ পুড়ে যায়। এতে ন্যাড়া হতে হয়েছিল তাকে।

সূত্রের প্রতিবেদন অনুযায়ী, একবার দীপাবলির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন মাধুরী। সেখানে সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু নায়িকার চুল পুড়ে ছারখার।

আরো পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ পেলেন যারা

আর চুল পুড়ে যাওয়ার পর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তারপর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। অভিনেত্রী বলেন, বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম ওই দিন। আমার চুল পুড়েছিল, কিন্তু মুখে কিছু হয়নি।

তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। এমনকি আগুনের প্রতিও ভয় রয়েছে তার। দীপাবলি এলেই সেই কথা মনে করে আজও বুক কাঁপে মাধুরীর।

এসি/ আই. কে. জে/ 


দীপাবলি মাধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন