সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা *** ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেকের নিরাপত্তা নিয়ে আলোচনা *** টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন *** ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি *** নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর *** জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, সমন্বয়ক ও সংখ্যালঘু *** সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্রসংসদে, বদলে যেতে পারে নামও *** আমেরিকার পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

দুদক আইনজীবীর বক্তব্যের প্রতিবাদ জানালেন টিআইবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

‘দুদক নয় বরং টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ব্যবহৃত হচ্ছে’— বলে দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী মো. খুরশীদ আলম খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর)গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এর আগে একইদিন সকালে সুপ্রিম কোর্টে ‘দুদক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এই বক্তব্য নিয়ে প্রতিবাদ জানান কমিশনের প্রধান আইনজীবী মো. খুরশীদ আলম খান। এসময় তিনি সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন।

জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, দুদক নয় বরং টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ব্যবহৃত হচ্ছে। দুদক কারো বিরুদ্ধে মামলা করে ডকুমেন্টের ভিত্তিতে। নোবেলজয়ী ড. ইউনূসের বক্তব্যে প্রমাণিত হয়েছে দুদক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। কারণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দুদকের মামলা দায়েরের প্রসঙ্গকে লিগ্যাল ইস্যু বলে অভিহিত করেছেন।

দুর্নীতির বিষয়ে টিআইবি ওয়াচডগের ভূমিকা পালন করে কিনা তার জবাবে খুরশীদ আলম খান বলেন, আমরা টিআইবিকে ওয়াচডগ মনে করি না। টিআইবি একটি পলিটিক্যাল মোটিভেটেড এনজিও।

আইনজীবী মো. খুরশীদ আলম খানের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ইফতেখারুজ্জামান বলেন, দুদকের প্রধান আইনজীবী তার মত প্রকাশের স্বাধীনতার চর্চা করেছেন। তবে তিনি যা বলেছেন তা-ই প্রমাণ করে যে তার অবস্থান রাজনৈতিক প্রভাবে দুষ্ট। টিআইবি’র বস্তুনিষ্ঠতা ও নির্ভেজাল দলনিরপেক্ষতা দুদকের প্রধান আইনজীবীর অজানা নয়, মুখে যা-ই বলুন না কেন। তিনি এরূপ মন্তব্য করার আগে টিআইবি’র প্রতিবেদনে দুদক সম্পর্কে যা বলা হয়েছে তার সবটুকু জেনে মন্তব্যটি করলে তার যেমন পেশাগত শুদ্ধাচারের পরিচায়ক হতো তেমনি দুদকের প্রতিনিধি হিসেবে এই প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় তিনি যদি অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তারও প্রমাণ রাখতে পারতেন।  

একে/


দুর্নীতি দমন কমিশন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন