রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান *** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি

দুবাইয়ের শেখের বিশালাকার ‘হামজিলা’ গাড়ির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি গাড়ির ভিডিও নানা আলোচনার জন্ম দিয়েছে। হামার এইচ১ ‘এক্স৩’ গাড়িটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের। গাড়িটি হামারের সাধারণ স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) চেয়ে তিন গুণ বড়।

টুইটারে পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা গেছে, সড়কে বিশালাকার গাড়িটিকে সামলাতে কয়েক ব্যক্তি চালককে সহযোগিতা করছেন।

গত বছরের নভেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, গাড়িটি শেখ হামাদের সংগ্রহের অংশ। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ধনকুবের শেখ হামাদের সংগ্রহে অনেক গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক শ বিরল ও ‘উদ্ভট’ আকারের গাড়ি। বিশ্ব রেকর্ডে নাম লেখানো কিছু গাড়িও আছে তাঁর সংগ্রহে।

টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর সেটি ১ কোটি ৯০ লাখের বেশিবার দেখা হয়েছে। পছন্দ করেছেন ৫৮ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। অনেকেই গাড়িটির আকার দেখে চমকে যান। তাঁরা ওই পোস্টের নিচে মন্তব্যের ঘরে বিভিন্ন মন্তব্য করছেন।

মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এ গাড়ি চালানোর সময় কি তাদের রাস্তা বন্ধ করে রাখতে হবে?’

‘আমি এমন একটা গাড়ি কোথায় পাব?’—আরেক টুইটার ব্যবহারকারী এমন প্রশ্ন করেছেন।

অপর একজন লিখেছেন, ‘এটি হামজিলা।’

আরো পড়ুন: ফোন চোরকেই মন দিলেন তরুণী!

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৭৪ বয়সী শেখ হামাদ ২ হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক। তাঁর গাড়ির সংগ্রহগুলো নিয়ে প্রায়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাত, মরক্কোসহ চারটি জাদুঘরে তাঁর গাড়ির সংগ্রহগুলো রাখা আছে।

এম/


টুইটার দুবাই শেখ হামজিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন