ছবি: সংগৃহীত
কখনো কি গোলাপি রঙের কবুতর দেখেছেন? অনেকেই হয়তো জানেন না যে গোলাপি রঙের কবুতরও অস্তিত্ব রয়েছে।
যুক্তরাজ্যের একটি ছোট শহর বুরিতে গোলাপি রঙের কবুতর ঘুরে বেড়াতে দেখা গেল। এই গোলাপি রঙের কবুতর দেখে আশ্চর্য হয়েছেন সেখানকার স্থানীয়রা।
এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে নেটিজেনরা বিস্মিত। কবুতরটিকে ওই অঞ্চলে একটি বাড়ির ছাদে বসে খাবার খেতে দেখা গিয়েছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ স্থানীয় গণমাধ্যমেকে জানিয়েছেন, তাদের বেশ কয়েকজন কর্মকর্তাও শহরের কেন্দ্রে বিরল এই গোলাপি পায়রা দেখতে পেয়েছেন।
উল্লেখ্য, গোলাপি পায়রা ১৯৭০ ও ১৯৯০-এর দশকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখনও এটি খুব বিরল, দেখা যায় না বললেই চলে।
ওআ/
খবরটি শেয়ার করুন