বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম আবারও শুরু *** ‘আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্তে গঠন হবে তদন্ত কমিটি’ *** সংস্কার প্রস্তাবগুলো প্রতিটি নাগরিককে স্পর্শ করবে: প্রধান উপদেষ্টা *** ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ সংস্কার কমিশনের *** এক সেলফি ১০০ রুপি, নারী পর্যটকের নতুন ব্যবসা! *** রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে : শ্রীলেখা *** স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা হবে সফটওয়্যারে *** নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন পরীমণি *** ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে : হাসনাত *** প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

দেশের আরো ১২ জেলা ও ১২৩ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের আরো ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আধাপাকা ঘর বিতরণের ঘোষণা দেন। 

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হওয়া নতুন ১২টি জেলা হলো- মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।

এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে সারা দেশে মোট ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন পরিবারমুক্ত হলো। দেশের বিভিন্ন জেলায় ২২ হাজার ১০১টি বাড়ির চাবি এবং ২ দশমিক ২ শতাংশ জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ তিনটি জায়গার উপকারভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এসব জায়গা হলো- খুলনার তেরখাদা উপজেলায় বারাসত সোনার বাংলা পল্লি আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলায় চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর আশ্রয়ণ প্রকল্প।

এর আগে প্রধানমন্ত্রী দুই দফায় পঞ্চগড়, মাগুরা, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করেছিলেন।

এম.এস.এইচ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন