সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

ফিফা প্রীতি ম্যাচ

দেশের সম্মান রক্ষার জন্য মাঠে নামবো: সাবিনা খাতুন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি সাবিনা-সানজিদারা। আর তাই হতাশায় ক্যাম্প ছেড়েছে বেশকিছু নারী ফুটবলার। তবে এবার ঘরের মাঠে সেই নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

বুধবার (১২ জুলাই) সংবাদ সম্মেলনে এসে শুরুতেই সাবিনা বলেন, ‘যেহেতু আট-নয় মাস পর মাঠে নামছি, নতুন করে আসলে কিছু বলার নাই। আপনাদের সকলের দোয়া চাই, যাতে দুটা ম্যাচ ভালোভাবে শেষ করতে পারি।’


ছবি: সংগৃহীত

বর্তমান নারী দলের সঙ্গে নেই সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। কিছুদিন আগে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন দীর্ঘদিন নারী ফুটবলারদের আগলে রাখা এই কোচ। গোলাম রব্বানী ছোটন না থাকায় দলে কোন প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘বাস্তবতা মানতে হবে এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এটা মেনে নিতেই হবে যে, আজকে লিটু স্যার থাকে, কাল অন্য কেউ থাকতে পারে। ছোটন স্যারের সঙ্গে আমাদের একটা পারিবারিক বন্ধন ছিল, মেয়েদের প্রতি তিনি ভীষণ যত্নবান ছিলেন। অবশ্যই স্যারকে মিস করবো।’

আরো পড়ুন: সপ্তাহে সাড়ে ৫ কোটি টাকা দিয়ে কেইনকে রাখতে চায় টটেনহাম

বাস্তবতা মেনে এখন শুধু দেশের সম্মান রক্ষার্থে খেলার কথা জানিয়ে সাবিনা বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে মেয়েরা এটা মেনে নেবে এবং তাদের মেনে নিতেই হবে। আমাদের জন্য একটু কঠিন, তাছাড়া গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ও দলে নেই। তার পরেও মাঠে নামবো দেশের সম্মান রক্ষার জন্য। নেপাল যেহেতু সাফে আমাদের কাছে হেরেছে, তাদের বড় লক্ষ্য আছে আমাদেরকে আমাদের মাঠে হারাবে। ওদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। যেহেতু আমরা জিতে এসেছি, আমাদের চ্যালেঞ্জ সেটা এখানেও ধরে রাখার।’

এম/


সম্মান রক্ষা সাবিনা খাতুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250