শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

ফিফা প্রীতি ম্যাচ

দেশের সম্মান রক্ষার জন্য মাঠে নামবো: সাবিনা খাতুন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি সাবিনা-সানজিদারা। আর তাই হতাশায় ক্যাম্প ছেড়েছে বেশকিছু নারী ফুটবলার। তবে এবার ঘরের মাঠে সেই নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

বুধবার (১২ জুলাই) সংবাদ সম্মেলনে এসে শুরুতেই সাবিনা বলেন, ‘যেহেতু আট-নয় মাস পর মাঠে নামছি, নতুন করে আসলে কিছু বলার নাই। আপনাদের সকলের দোয়া চাই, যাতে দুটা ম্যাচ ভালোভাবে শেষ করতে পারি।’


ছবি: সংগৃহীত

বর্তমান নারী দলের সঙ্গে নেই সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। কিছুদিন আগে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন দীর্ঘদিন নারী ফুটবলারদের আগলে রাখা এই কোচ। গোলাম রব্বানী ছোটন না থাকায় দলে কোন প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘বাস্তবতা মানতে হবে এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এটা মেনে নিতেই হবে যে, আজকে লিটু স্যার থাকে, কাল অন্য কেউ থাকতে পারে। ছোটন স্যারের সঙ্গে আমাদের একটা পারিবারিক বন্ধন ছিল, মেয়েদের প্রতি তিনি ভীষণ যত্নবান ছিলেন। অবশ্যই স্যারকে মিস করবো।’

আরো পড়ুন: সপ্তাহে সাড়ে ৫ কোটি টাকা দিয়ে কেইনকে রাখতে চায় টটেনহাম

বাস্তবতা মেনে এখন শুধু দেশের সম্মান রক্ষার্থে খেলার কথা জানিয়ে সাবিনা বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে মেয়েরা এটা মেনে নেবে এবং তাদের মেনে নিতেই হবে। আমাদের জন্য একটু কঠিন, তাছাড়া গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ও দলে নেই। তার পরেও মাঠে নামবো দেশের সম্মান রক্ষার জন্য। নেপাল যেহেতু সাফে আমাদের কাছে হেরেছে, তাদের বড় লক্ষ্য আছে আমাদেরকে আমাদের মাঠে হারাবে। ওদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। যেহেতু আমরা জিতে এসেছি, আমাদের চ্যালেঞ্জ সেটা এখানেও ধরে রাখার।’

এম/


সম্মান রক্ষা সাবিনা খাতুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন