ছবি : সংগৃহীত
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে ৭ই জানুয়ারি। সোমবার (৮ই জানুয়ারি) বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ নারী নির্বাচিত হয়েছেন। এবার সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৬ জন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি। এছাড়া জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি, জাসদ একটি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬২ আসনে।
আরো পড়ুন: এই বিজয় জনগণের বিজয় : শেখ হাসিনা
ভোটে অংশগ্রহণকারী ইসলামি দলগুলো হচ্ছে- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এসব দলের ২৭৬ প্রার্থী ছিলেন। তবে তাদের মধ্যে কেউই জিততে পারেননি।
এইচআ/আই.কে.জে