রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন গান নিয়ে আসছেন অভিনেত্রী স্বাগতা 

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

জিনাত শানু স্বাগতা - ছবি: সংগৃহীত

টিভি, সিনেমা কিংবা বিজ্ঞাপনের পরিচিত মুখ জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানেও পাওয়া যায় তাঁকে। নতুন গান নিয়ে আসছেন তিনি। ‘সে সামথিং’ শিরোনামে এ দ্বৈত গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।

গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন এই সংগীত জুটি। সংগীত আয়োজন সন্ধির। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় এ গানটি প্রকাশ হবে।এ উপলক্ষে আয়োজিত সংগীতসন্ধ্যায় গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।

স্বাগতা বলেন, ‘‘গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতার বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

আরো পড়ুন: ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে `১৯৭১ সেই সব দিন’

গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা গেছে। স্বাগতা অভিনীত ‘বউ-শাশুড়ি’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। পাশাপাশি একক নাটকেও তাঁকে দেখা যাচ্ছে। ওয়েব মাধ্যমেও ব্যস্ত সময় কাটছে তাঁর।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন