শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

নিঃসঙ্গতা কাটাতে চতুর্থ বিয়ে করলেন শতবর্ষী বৃদ্ধ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভালোবাসা কখন কার জীবনে এসে দাঁড়ায় তা বলা মুশকিল। ৮ থেকে ৮০— প্রেমে পড়তে পারেন যে কেউ। ভালোবাসায় কোনো সূত্র খাটে না। তাই বলে ১১০ বছর বয়সে বিয়ে! তাও আবার চতুর্থবারের মতো। সম্প্রতি পাকিস্তানে এমনই ঘটনা ঘটেছে। 

১১০ বছর বয়সি পাকিস্তানের এক বৃদ্ধ বিয়ে করলেন ৫৫ বছরের এক নারীকে। এ নিয়ে চতুর্থবার সংসার পাতলেন তিনি। আব্দুল হান্নান নামের এই বৃদ্ধের বিয়ে নিয়ে ইতোমধ্যে আলোচনা হচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। 

আব্দুলের বড় ছেলের বয়স ৭০। তার ৬টি ছেলে, ৬টি মেয়ে ও ১২ জনের বেশি নাতি-নাতনি রয়েছে। সবমিলিয়ে তার পরিবারের সদস্য সংখ্যা ৮৪ জন। তিন জন স্ত্রী থাকা সত্ত্বেও নিঃসঙ্গতায় ভুগতেন আব্দুল। আর তাই সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে চতুর্থবার বিয়ের সিদ্ধান্ত নেন এই বৃদ্ধ। 

বাড়ির কিছু সদস্যের উপস্থিতিতে একটি মসজিদে ছোটোখাটো ভাবেই বিয়ের কাজটি সারেন তিনি। বিয়ের দেনমোহর ধার্য করা হয় ৫০০০ রুপি। যা পরিশোধ করেই তিনি বিয়ে করেন। 

বিয়েতে আব্দুলের সব নাতি-নাতনিই উপস্থিত ছিলেন। তারা বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সংবাদমাধ্যমের রিপোর্টারেরা আব্দুলের সঙ্গে যোগাযোগ করেন। প্রশ্ন করা হয়, এই বয়সে কেন তিনি ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন? 

উত্তরে আব্দুল বলেন, ‘সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড্ড একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকিত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে। ভালবাসার তো কোনও বয়স হয় না, বয়স তো কেবল সংখ্যামাত্র।’

ওআ/

বিয়ে শতবর্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন