শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

নিশ্ছিদ্র হচ্ছে পাকিস্তান-বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী দু’বছরের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে বারতের সীমান্ত সম্পূর্ণ নিশ্ছিদ্র করে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শনিবার (২রা ডিসেম্বর) হাজারিবাগে বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে ২২৯০ কিলোমিটার ও পূর্বে বাংলাদেশের সঙ্গে ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। অমিত শাহ বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে প্রায় ৫৬০ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত করা হয়েছে। বাকি রয়েছে আরো ৬০ কিলোমিটার। আগামী দু’বছরের মধ্যে তা করে ফেলা হবে।

মূলত ওই ৬০ কিলোমিটার সীমান্তের একটি বড় অংশ নদীবর্তী সীমানা। সময়ে সময়ে নদী গতিপথ পাল্টানোয় ওই সীমান্তে পাহারা দেওয়ার কাজ বেশ কঠিন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, নদীজনিত সমস্যা, জলাভূমি ছাড়াও পশ্চিমে পাহাড়ের উপর দিয়ে সীমান্ত গিয়েছে। সে কারণে কাঁটাতারের বেড়া লাগানো কঠিন। যেখানে একদমই বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে অনুপ্রবেশ রুখতে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার শুরু করেছে বিএসএফ। 

তিনি দাবি করেন, গত দশ বছরে সীমান্ত এলাকায় পরিকাঠামো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। মোদী সরকারের আমলে ৪৫২টি নতুন বর্ডার পোস্ট, ৫১০টি পর্যবেক্ষণ টাওয়ার, ৬৩৭টি বর্ডার পোস্টে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। ৫০০টি বর্ডার পোস্টে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজও শেষ করা সম্ভব হয়েছে। 

পাশাপাশি মাওবাদী সমস্যা দমনের প্রশ্নে মোদী সরকার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলেও দাবি করেন তিনি। 

তিনি বলেন, গত ১০ বছরে মাওবাদী হামলার সংখ্যা ৫২ শতাংশ কমে এসেছে। মাওবাদী হামলার নিহতদের সংখ্যা ৭০ শতাংশ কমেছে। অতীতে যেখানে পুলিশ স্টেশনে হামলার সংখ্যা ৪৯৫ ছিল, এখন তা কমে হয়েছে ১৭৬। উল্টো দিকে মাওবাদীরা ক্রমশ পিছু হটে যাওয়ায় তাদের প্রভাবিত এলাকায় ১৯৯টি নিরাপত্তা শিবির খোলা হয়েছে। 

অমিত শাহের দাবি, মাওবাদীদের একেবারে নিকেশ করতে চূড়ান্ত হামলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো আধাসামরিক বাহিনীগুলি। খুব দ্রুত এই হামলা চালানোর কথা ভাবা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

এসকে/ 


পাকিস্তান বাংলাদেশ ভারত বিএসএফ সীমান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন