শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাতকে আদালতে সশরীরে হাজিরা দিতে বিচারকের নির্দেশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার (১৬ই জানুয়ারি) আদেশ দিয়েছেন মামলার শুনানিতে কয়েকদিন নুসরাতকে হাজিরা দিতেই হবে। ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতের নির্দেশে অনেকটা ‘ধাক্কা’ খেলেন তৃণমূলের তারকা সংসদ সদস্য নুসরাত জাহান। 

এর আগে আলিপুর আদালতে নুসরাতের পক্ষ থেকে আবেদন ছিল, তিনি সশরীরে আসতে পারবেন না, আইনজীবীর মাধ্যমে সব নথি পাঠাবেন। তা যেন গ্রহণ করে আদালত। কিন্তু তা খারিজ হয়েছে। এরপর নুসরাত আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন। তাতেও লাভ হয়নি।

আলিপুর জজ কোর্টের বিচারক জানান, শুনানির শুরুতে তাকে কয়েকদিন আদালতে সশরীরে থাকতেই হবে। যদিও এ নির্দেশ নিয়ে এখনো নুসরতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালে কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নেন নুসরাত। তার হিসাব তিনি দেননি। সেই টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন: নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয় : মমতাজ

গত বছর গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে তারা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে নুসরাতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দেন।

পরদিন কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেন বসিরহাটের এই সংসদ সদস্য। নুসরাত দাবি করেন, তিনি যে অর্থ নিয়েছিলেন, তা সুদসহ ফেরত দিয়েছেন। এ ছাড়া ওই সংস্থার ডিরেক্টর পদে খুব কম সময়ের জন্য ছিলেন।

তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় এবার আলিপুর জজ কোর্টে ‘ধাক্কা’ খেতে হলো তাকে।

এসি/ আই. কে. জে/


আদালত নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন