ছবি: সংগৃহীত
নেত্রকোনার চারটি উপজেলা থেকে প্রথমবারের মতো গম সংগ্রহ অভিযান রোববার (৭ মে) থেকে শুরু হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে জানা গেছে, জেলার বারহাট্টা, মোহনগঞ্জ, কেন্দুয়া ও মদন উপজেলা থেকে ১৯৬ টন গম সংগ্রহ করা হবে। প্রতি কেজি গমের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।
নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান জানান, জেলার ১০ উপজেলা থাকলেও গমের আবাদ হয়েছে উল্লিখিত চারটি জেলায়। তবে এই জেলায় আগে কখনো সরকারিভাবে গম সংগ্রহ করা হয়নি। এবারই প্রথম সংগ্রহ করা হচ্ছে।
আরো পড়ুন: কমনওয়েলথকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কৃষকরা সরকারিভাবে গম সংগ্রহের কথা জানতে পারলে আগামীতে গম আবাদে উত্সাহী হবে তিনি আশা প্রকাশ করেন।
এম/