বৃহঃস্পতিবার, ১৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নোবিপ্রবির দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন দিদার-উল-আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. দিদার-উল-আলম। 

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। নিয়োগের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক দিদার-উল-আলম দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

অধ্যাপক দিদার-উল-আলম বলেন, তিনি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছেন। আজ তিনি কর্মস্থলে যোগ দেবেন।

অধ্যাপক মো. দিদার-উল-আলম এর আগে ২০১৯ সালের ১৬ জুন প্রথম মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। গত ১৫ জুলাই তিনি তাঁর চার বছরের মেয়াদ শেষে কর্মস্থল ত্যাগ করেন। মেয়াদ শেষ হওয়ার আগ থেকেই তাঁর একই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ হওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনায় ছিল।

অধ্যাপক মো. দিদার-উল-আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক থাকার সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন।

আর.এইচ

নোবিপ্রবি

খবরটি শেয়ার করুন