শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চবটীতে অনুষ্ঠিত হবে হাসিনা-মোদী বৈঠক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ‘পঞ্চবটী’। ফাইল ছবি

জি-২০ শীর্ষ সম্মেলনের আগে আগামীকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বৈঠকটি হায়দ্রাবাদ হাউস বা সাউথ ব্লকে নয় বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ‘পঞ্চবটী’তে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মূলত আন্তরিকতার বার্তা দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গৃহে অভ্যর্থনার আয়োজন করা হবে। 

এদিকে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল নয়া দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হবে জি-২০ এর শীর্ষ সম্মেলন। 

বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতি হওয়ার পরপরই নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে জোটটির শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কূটনৈতিক মহল এ বিষয়টিকে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/  

পঞ্চবটী হাসিনা-মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন