বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পর্দা নামছে কানের, কে হাসবেন শেষ হাসি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজন আর মুগ্ধতা ছড়িয়ে শেষ হচ্ছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। আজ রাতে (গতকাল) উৎসবের সেরা সিনেমার ঘোষণা আর পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামবে আসরটি। এরইমধ্যে এবারের আসরে ‘লা সিনেফ’ ও ‘আঁ সাঁর্তা রিগা’ বিভাগের ফল প্রকাশিত হলেও উৎসবের মূল প্রতিযোগিতায় শাখা নিয়ে সিনেপ্রেমীদের মাঝে জোর গুঞ্জন চলছে। শেষ পর্যন্ত কোন সিনেমা জিতবে স্বর্ণপাম তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা আর বিশ্লেষণ।

এবারের আসরে স্বর্ণপাম পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। এর মধ্য থেকে একটিকে স্বর্ণপাম জয়ী হিসেবে ঘোষণা করবেন প্রধান বিচারক রুবেন অস্টলান্ড। এদিকে ‘লা সিনেফ’ ও ‘আঁ সাঁর্তা রিগা’ শাখায় নারী নির্মাতাদের জয়গানে অনেকেই মনে করছেন মূল প্রতিযোগিতায়ও শেষ হাসি কোনো নারী নির্মাতার মুখেই ফুটতে পারে। কারণ হিসেবে তারা মূল প্রতিযোগিতায় ৭ নারীর আলোচিত ৭ সিনেমার জায়গা পাওয়াকে সামনে এনেছেন। এগুলো হলো অস্ট্রিয়ার জেসিকা হাউজনার পরিচালিত ‘ক্লাব জিরো’, ইতালির আলিস রোরওয়াকারের ‘লা কিমেরা’, তিউনিসিয়ার কাউতার বেন হানিয়ার ‘ফোর ডটারস’, ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত পরিচালিত ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ক্যাথেরিন ব্রেইয়াতের ‘লাস্ট সামার’, ইতালির ক্যাথরিন কোরসিনির ‘হোমকামিং’ এবং সেনেগালের বংশোদ্ভুত ফরাসি তরুণী রামাতা তুলাই সির প্রথম চলচ্চিত্র ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’। তবে নারীদের পাশাপাশি স্বর্ণপাম জেতার গুঞ্জনে পিছিয়ে নেই পুরুষরাও। অনেকেই ধারণা করছেন এখন অবধি স্বর্ণপামের দৌড়ে এগিয়ে আছে যুক্তরাজ্যের নির্মাতা জনাথন গ্লেজারের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ফ্রান্সের জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’, যুক্তরাজ্যের কেন লোচ নির্মিত ‘দ্য ওল্ড ওক’, অস্ট্রিয়ার জেসিকা হাউজনার ‘ক্লাব জিরো’ সিনেমাগুলো। তবে পালে ভবনের গুঞ্জনের শীর্ষে রয়েছে ‘ক্লাব জিরো’ ও ?‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমা দুটি। যদিও উত্সবে আগত অতিথি, তারকা, সাংবাদিকদের অনেকেই মনে করছেন, এবারের স্বর্ণপাম জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে সিনেমাগুলোকে। তবে অনেকেই ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘ক্লাব জিরো’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘লাস্ট সামার’ সিনেমাগুলোকে এগিয়ে রাখছেন। কেউ কেউ আবার ‘পারফেক্ট ডেজ’, ‘দ্য ওল্ড ওক’, ‘ফলেন লিভস’, ‘অ্যা ব্রাইটার টুমরো’ সিনেমাগুলোকেও ছোট করে দেখতে চাইছেন না। তাদের মতে, এই সিনেমাগুলোরও স্বর্ণপাম জেতার যথার্থ কারণ রয়েছে। অন্যদিকে বিশ্বখ্যাত সিনে ম্যাগাজিনগুলোও স্বর্ণপাম নিয়ে জরিপ প্রকাশ করছে প্রতিদিন। তাদের জরিপেও ‘ক্লাব জিরো’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ও ‘দ্য ওল্ড ওক’ সিনেমাগুলোকেই স্বর্ণপাম দৌড়ে সামনে রাখা হয়েছে। তবে উত্সবে আগত বেশিরভাগ সিনেপ্রেমীই মনে করছেন সকল জল্পনা-কল্পনা আর জরিপ পেছনে ফেলে স্বর্ণপাম কোনো নারী নির্মাতার হাতেই শোভা পাবে। যদিও তা-ই হয় তাহলে কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে তৃতীয় কোনো নারী নির্মাতা সেরার পুরস্কার ঘরে তুলবেন। তবে এখন দেখার বিষয় আজ রাতের (গতকাল) সমাপনী অনুষ্ঠানে কোন সিনেমার নাম ঘোষণা করেন ঘোষণা প্রধান বিচারক রুবেন অস্টলান্ড!

আরো পড়ুন: ঢাকার চেয়ে কেন কলকাতায় বেশি কাজ করেন? জানালেন জয়া

উল্লেখ্য, গত ১৬ মে জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’ সিনেমাটির প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হয়। এছাড়া এবারের আসরের অফিসিয়াল পোস্টারে জায়গা করে নেন বর্ষীয়ান ফরাসি অভিনেত্রী ও নির্মাতা মার্সেলো মাস্ত্রোইয়ান্নির স্ত্রী ক্যাথরিন দ্যুনোভ। শুধু তাই নয়, তাদের মেয়ে ফরাসি অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনও সঞ্চালনা করবেন।

এম/

 

Important Urgent

খবরটি শেয়ার করুন