শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

ওয়াজিরিস্তানে জঙ্গি-সেনা গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাক-আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে বন্দুকযুদ্ধের সময় ছয়জন সেনা সদস্য শহীদ এবং তিন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উক্ত এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে।

গত বৃহস্পতিবার, ডেরা ইসমাইল খানে গোপন অভিযানের সময় নিরাপত্তা বাহিনি এক জঙ্গিকে হত্যা করে। সেসময় এসডিপিও আবিদ ইকবাল নামের একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। জঙ্গিদের আস্তানা তহসিল গুলাম খানে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনির সাথে জঙ্গিদের গুলি বিনিময় হয়।

সেখানে তিন জঙ্গিকে হত্যা এবং দুইজনকে আহত করার কথা জানায় নিরাপত্তা বাহিনি।

আইএসপিআর জানায়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন সেলিম খান, নায়েক জাভেদ ইকবাল, সিপাহি নাজির খান, সিপাহি হযরত বিলাল, সিপাহি সৈয়দ রজব হোসেন এবং সিপাহি বিসমিল্লাহ জান। দেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনির অভিযান চলমান রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সেনাদের মৃতুতে শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাদের এই আত্মত্যাগ তাদের দৃঢ় সংকল্পেরই প্রতীক।

তিনি বিশ্বাস করেন, লড়াই যতো কঠিন হোক না কেন সেনাসদস্যরা দেশের সুরক্ষায় সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করতে সক্ষম হবে।

আরো পড়ুন: ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ কাউন্সিলর প্রার্থীর জয়

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে সেনাসদস্যদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।

পিপিপি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ফেডারেল সরকারকে সন্ত্রাসবাদী, তাদের পৃষ্ঠপোষক এবং সহায়তাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

নিরাপত্তা বাহিনি ও জঙ্গিদের গুলি বিনিময়ের সময় মুহাম্মদ ইকবাল ওরফে বালি খিয়ারা তার সহযোগীসহ নিহত হয়। মুহাম্মদ ইকবাল ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর হামলার ঘটনাসহ সন্ত্রাসী নানা ঘটনার জেরে বেশ কয়েক বছর ধরেই গা ঢাকা দিয়েছিল।

কেপি এবং পাঞ্জাবে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড সম্পর্কিত ২১ টি মামলা দায়ের করা হয়েছিল।

মুহাম্মদ ইকবাল প্রথমে লস্কর-ই-জাংভির সাথে যুক্ত ছিল। পরবর্তীতে সে নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সাথে যুক্ত হয়।

 

পাকিস্তান ওয়াজিরিস্তান গোলাগুলি সেনাসদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন