ছবি-সংগৃহীত
পানিফল চাষে কম খরচে বেশি ফলন ও লাভ হওয়ায় সাতক্ষীরার অনেকে ঝুঁকেছেন এই ফল চাষে। এ বছরও বাম্পার ফলন ফলটির। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে অন্য জেলায়ও। জলাবদ্ধতা সাতক্ষীরার বিভিন্ন এলাকার অন্যতম সমস্যা। জমিতে পানি জমে থাকায় হয় না ফসল। এসব জমিতে পানিফল চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক।
প্রতি বছর ভাদ্র মাস থেকে পানিফল রোপণ শুরু হয়ে চলে আশ্বিন মাস পর্যন্ত। আর অগ্রাহয়ণ থেকে শুরু হয়ে পৌষ ও মাঘ মাস পর্যন্ত চলে ফল বিক্রি। জেলার সব উপজেলার কৃষকরা এ ফল চাষ করে সাফল্য পেয়েছেন।
আরো পড়ুন: জয়পুরহাটে তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
পানিফল চাষে সার ও কী’টনাশকও তেমন লাগে না। প্রতি বিঘা জমিতে পানিফল চাষে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। ফল বিক্রি করা যায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এ বছর জেলায় ১০৫ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। জলাবদ্ধ জায়গায় পানিফল চাষ করে দুর্দশা ঘুচিয়েছেন অনেকে।
এসি/ আই.কে.জে/