ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টায় মজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে তিনি তার মূল্যবান ভোট প্রদান করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেপি চেয়ারম্যান বলেন, এই নির্বাচনে তার দলের মনোনীত প্রার্থী জিতলেও সন্তুষ্ট, হারলেও সন্তুষ্ট।
আরো পড়ুন: ভোটকেন্দ্রে হিরো আলমকে ধাওয়া
২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবারই প্রথম ভোট হচ্ছে। দীর্ঘ আট বছর প্রশাসক দিয়ে চলেছে ভাণ্ডারিয়া পৌরসভার কার্যক্রম। এ নির্বাচনে মেয়র পদে মোট চার জন প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এম/