ছবি: সংগৃহীত
প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্গত ১৯ জন মহিলা বর্তমানে ভারতের হায়দ্রাবাদ শহরে অটো চালক হিসেবে কাজ করছেন, যা পুরুষতান্ত্রিক সমাজে নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত।
নারীর ক্ষমতায়নের এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন আজমিরা ববি, যিনি অটো চালনাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য প্রান্তিক সম্প্রদায়ের নারীদের প্রশিক্ষণ দিয়েছেন।
ইটিও মোটরস প্রাইভেট লিমিটেড এবং শাহীন গ্রুপের (এনজিও) সহায়তায় এই বেকার মহিলাদের কাছে প্রশিক্ষণের পর বৈদ্যুতিক অটো সরবরাহ করা সম্ভব হয়।
এ উদ্যোগের অধীনে মহিলাদের প্রথমে ই-অটোগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারপর আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) থেকে লাইসেন্সের জন্য আবেদন করা হয়।
স্থানীয় মহিলাদের সাথে, দিল্লিতে ৩০ জন এবং উত্তর প্রদেশে ২৫০ জন নারী তাদের নিজ নিজ সড়ক পরিবহন প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণের অধীনে রয়েছেন বলে জানান, আজমিরা ববি।
ড্রাইভিং শিক্ষা ছাড়াও, তারা গ্রাহক ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়েও প্রশিক্ষণপ্রাপ্ত।
নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতার জন্য মুঘলপুরা মাঠে এবং শহর জুড়ে অন্যান্য অনেক জায়গায় চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে একজন মহিলা অটোচালক জানান, তিনি তার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করতে এ কাজ বেছে নিয়েছেন। গ্রাহকেরাও তার সাহসিকতার জন্য তার অনেক প্রশংসা করেছে। অল্প বয়সী মেয়েরা তার অটোতে চলাচল করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানায়।
ববি জানান, সব সম্প্রদায়ের মহিলারাই এ কাজের সাথে যুক্ত হচ্ছেন, তবে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
তারা প্রতিদিন ১০০০-১৫০০ টাকা অর্জন করেন, যার মধ্যে ৫০০ টাকা নারী ক্ষমতায়ন গোষ্ঠীকে তাদের সহযোগিতার জন্য প্রদান করা হয়।
আরো পড়ুন: ধর্ষণের সংজ্ঞা পাল্টে দিলো ভারত সরকার
তবে এ পেশায় এক বছর অতিক্রম করার পর তারা নতুন নতুন মহিলাদের প্রশিক্ষণ প্রদান করে আরো টাকা আয় করতে পারবে এবং অটো চালিয়েও দ্বিগুণ আয় করবে।
আয়োজকেরা ৩৬ বছরের কম বয়সী মহিলাদের এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
এম এইচ ডি/ আইকেজে
পুরুষতান্ত্রিক সমাজ নারী অটো চালক নারীর ক্ষমতায়ন হায়দ্রাবাদ মহিলা
খবরটি শেয়ার করুন