রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশি অভিযানে একদিনে কুড়িগ্রামে আটক ৫০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় ৫০ জন আসামিকে আটক করেছে। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়। আটককৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত চব্বিশজন আসামিকে আটক করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, উলিপুর থানায় বাইশজন, ফুলবাড়ী থানায় একজন।

এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে ফুলবাড়ী থানায় একজন,  ভুরুঙ্গামারী থানায় একজন ও নিয়মিত মামলায় তেইশজনকে আটক করা হয়। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৫০ জন আসামিকে আটক করা হয়েছে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন (মিডিয়া উইংস) বলেন, 'নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'

এম.এস.এইচ/

আটক কুড়িগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন