ছবি: সংগৃহীত
নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। এ তালিকায় আগের পাঁচ উপদেষ্টার সাথে নতুন করে যোগ হচ্ছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) রাত ৯টায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শপথ নেওয়ার সাথে সাথে আগের মন্ত্রিসভা যেহেতু ভেঙ্গে গেছে সেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মেয়াদও শেষ হয়েছে। তবে, শপথ নেওয়ার পর আবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন- ড. মসিউর রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সালমান ফজলুর রহমান, গওহর রিজভী ও তৌফিক ই এলাহী চৌধুরী।
এইচআ/ আই.কে.জে