রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ *** ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য মনোনীত হলেন যারা *** বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বিপর্যস্ত নেপালের পর্যটন খাতে আন্দোলনের প্রভাব *** তেল কেনা বন্ধ করে ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে বললেন ট্রাম্প *** পার্লামেন্ট ভেঙে দেওয়া ‘সংবিধানবিরোধী’, পুনর্বহালের দাবি নেপালের অধিকাংশ রাজনৈতিক দলের *** ‘বাংলাদেশের রাজনীতিতে আরেকটি প্রক্সি-মওদুদীবাদী দলের দরকার নেই’, কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা মাহফুজ *** জাতীয় ঐকমত্য কমিশনের সভায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা *** হামাস আর হুমকি নয়, এখন আলোচনা হবে গাজা পুনর্গঠন নিয়ে: আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী *** জাতীয় ঐকমত্য কমিশনের সভায় থাকছেন প্রধান উপদেষ্টা

শিল্পীদের সমাবেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন সংগীতশিল্পী ফরিদা পারভিন

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পীদের সম্মানী থেকে ১০ শতাংশ উৎস কর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিল্পীরা। তাঁরা মনে করেন, এ সিদ্ধান্ত অসম্মানজনক। এ সিদ্ধান্ত কতটা নৈতিক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিল্পীরা।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর)  বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভিন বলেন, তালিকাভুক্ত একজন ‘খ’ শ্রেণির শিল্পী যখন এক থেকে দেড় হাজার টাকা সম্মানী পান, তখন তাঁর কাছ থেকে ১০ শতাংশ কেটে নিলে কয় টাকা থাকে? প্রতিবাদের পাশাপাশি এ  সংকটের সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংগঠনের সহসভাপতি রবীন্দ্রসংগীতশিল্পী রোকাইয়া হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন কবি ও সাংবাদিক নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আবৃত্তিশিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী, রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরীসহ আরও অনেকে।

বক্তরা বলেন, এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তৈরি হয়েছে শিল্পীদের হাত ধরে। কিন্তু শিল্পীদের সম্মানী নামমাত্র। সেই সম্মানী থেকে উৎস কর কাটা নীতিগতভাবে সম্ভব কি না, প্রশ্ন আছে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী নারায়ণ চন্দ্র শীল বলেন, উৎস কর নেওয়া বন্ধ না করলে শিল্পীর সম্মানী বাড়াতেই হবে।

শিল্পী আবু বকর সিদ্দিক বলেন, ‘সংস্কৃতিবান্ধব সরকারের সময় এমন সিদ্ধান্ত গ্রহণের সময় কি কেউ ছিল না প্রতিবাদ করার?’ আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী বলেন, ‘বাজারের মূল্য মাথায় রেখে শিল্পীকে সম্মানী দিতে হবে। শিল্পীদের কণ্ঠরোধ হলে আর দেশের ভবিষ্যৎ থাকে না।’

কবি নাসির আহমেদ বলেন, ‘শিল্পীদের সম্মাননা দেওয়ার নামে আসলে অসম্মান করা হচ্ছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সময় এই সিদ্ধান্ত বন্ধ হয়েছিল।’ এখনো বেতার ও টেলিভিশনের মধ্যে সম্মানী দেওয়ার বৈষম্য কমছে না বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে আগামী ৬ অক্টোবর সব বিভাগীয় শহর এবং ১৩ অক্টোবর সব জেলা শহরে  প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠাবে তারা। সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


একে/



শিল্পীদের সম্মানী ১০ শতাংশ উৎস কর প্রতিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন