শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

দীর্ঘ দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আজ। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে মাঠে নামছে আসরের সেরা দুই দল।

বিশ্বমঞ্চে এই মহারণে টানা দশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আইসিসির মেগা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল অজিরাই যাদের ঝুলিতে আছে পাঁচটি ট্রফি। অন্যদিকে স্বাগতিকদের চোখ থাকবে তৃতীয় শিরোপায়।

১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শক্তিশালী এ দুই দলের জমজমাট শিরোপা লড়াই নিয়ে দর্শকদের মাঝে বিরাজ করছে তুমুল আগ্রহ-উদ্দীপনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। 

ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে। ঘরের মাটিতে সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। এরপর গত এক দশকে বিশ্বকাপ ফাইনালে যাওয়া হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এক যুগ পর আবারো ঘরের মাটিতে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রোহিত-কোহলিরা। সে লক্ষ্যে আজ ভারতীয়রা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। 

এদিকে ওয়ানডে বিশ্বকাপে সবথেকে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আজ সুযোগ ষষ্ঠ শিরোপা জয়ের। সে লক্ষ্যে অজিরাও আজ মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। 

ভারত একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: 

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক

ওআ/

ভারত অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন