শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

ব্রাজিল

ফোন চোরকেই মন দিলেন তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেম মানে না কোনো বাধা, দেখে না কোনো গোত্র-বর্ণ-পরিচয়। মনের মিল খুঁজে পেলেই হলো। এমনকি মুঠোফোন চোরের প্রেমে পড়াও। হ্যাঁ, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ব্রাজিলের এক নারীর সঙ্গে। খবর নিউইয়র্ক পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ওই নারীর নাম এমানুয়েলা। স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের প্রথম প্রেম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাতে ছিল মুঠোফোন, কাঁধে ঝোলানো ব্যাগ। হঠাৎ এক ব্যক্তি ছোঁ মেরে আমার হাতের মুঠোফোন কেড়ে নিয়ে যায়।

পরে অবশ্য ঘটনা অন্যদিকে মোড় নেয়। সাক্ষাৎকার দেয়ার সময় এমানুয়েলার পাশেই ছিলেন তার প্রেমিক যুবক। তিনিও জানিয়েছেন কীভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন তারা।

ওই যুবক বলেন, আমি খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলাম। কারণ আমার কোনো প্রেমিকা ছিল না। ফোনটি চুরির পর আমি ফোনে যখন ওর ছবি দেখলাম, তখন নিজেই নিজেকে বললাম, কী সুন্দর এক রমণী!

আলাপকালে যুবক বলেন, এরকম সুন্দরী তো প্রতিদিন দেখা যায় না। তখন থেকেই মেয়েটির ফোন চুরি করা নিয়ে আক্ষেপ করতে থাকেন যুবক। পরে এমানুয়েলাকে খুঁজতে শুরু করেন তার মুঠোফোন ছিনিয়ে নেয়া ওই যুবক।

একদিন এমানুয়েলার দেখাও পেয়ে যান তিনি। ভালো লাগা দ্রুত ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। এরপর দুই বছর তারা চুটিয়ে প্রেম করেন। 

সম্প্রতি এই যুগলের বিয়ে হয়েছে। তাদের এমন ‘অদ্ভুত’ প্রেম ও বিয়ের গল্প বেশ আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাক্ষাৎকারের সময় সাংবাদিক জিজ্ঞেস করেন, তার মানে, আপনি প্রথমে তার ফোন চুরি করলেন, এরপর মন? জবাবে সেই চোর যুবক বলেন, ঠিক তাই!

আরো পড়ুন: রেস্টুরেন্টে খেলেই মিলবে ঘুমের জায়গা

এরইমধ্যে সেই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন লেখেন, ‘প্রথমে কৌতুক মনে হচ্ছিল... কিন্তু এটি সত্য।’ আরেক ব্যক্তির মন্তব্য, ‘ভালোবাসায় সবই সম্ভব।’


এম/


ফোন চোর মন তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250