সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আট বছর পর ফের আসছে ইন্ডিয়ান আইডল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টেলিভিশনের পর্দায় ফিরছে ইন্ডিয়ান আইডল-১৪। ৭ অক্টোবর থেকে শুরু হবে এই শো। আর এই সিজনে বিচারকের আসনে দেখা যাবে কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানিকে। তবে এবার ইন্ডিয়ান আইডল-১৪র হাত ধরেই দীর্ঘ ৮ বছর পর আবারও সঞ্চালনায় ফিরছেন টলিভিশনের জনপ্রিয় অভিনেতা হুসেন কুয়াজেরওয়ালা।

সোনি টেলিভিশনের তরফে পোস্ট করা ইন্ডিয়ান আইডল-১৪র নতুন প্রমোয় দেখা মিলেছে হুসেনের। প্রমোতে অবশ্য প্রথমেই হুসেনকে দেখা যায়নি, শুরুতে তাঁর জামাকাপড় পরে তৈরি হওয়ার কয়েকটি ঝলক দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে হুসেনের গলা। 

তিনি বলছেন, ‘ওরা ভেবেছিল, আমি আর কখনও ফিরব না। এই যে জায়গা, চকচকে দুনিয়া, আলোর ঝলকানি, তাতেই হয়ত আমি কোথাও হারিয়ে যাব! তবে ভুলে গিয়েছিল সকলে যে… আমার বাকি গল্প সকলকে বলতে আমি আসছি…’।

হুসেনের গলা শুনে অবাক হয়েছিলেন ইন্ডিয়ান আইডল-১৪র তিন বিচারক শ্রেয়া ঘোষাল, কুমার শানু ও বিশাল দাদলানি। কুমার শানু তো বলেই বসলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়…।’

বিশাল দাদলানিও এবারের সঞ্চালককে দেখার আগ্রহে বলে বসলেন, ‘কে তুমি এসো তো দেখি…’, এরপর হুসেন ঢুকতেই তাঁকে পিছন থেকে দেখে শ্রেয়া বললেন, ‘ইয়ে কৌন হ্যায়!’ আর তখনই দেখা মিলল হুসেন কুয়াজেরওয়ালা। 

এসেই তিন বিচারককে জড়িয়ে ধরে অভিবাদন জানালেন হুসেন। বিশাল দাদলানি বললেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে…’। কুমার শানু হোসেনকে বললেন, ‘তুমি ফিরে আসায় শোয়ের প্রাণ ফিরেছে…।’

আরো পড়ুন: ৯ বছরের দ্বন্দ্ব মিটিয়ে সালমানের বাড়িতে অরিজিৎ

দীর্ঘ ৮ বছর পর সঞ্চালনায় ফেরা প্রসঙ্গে হুসেন ই-টাইমসকে বলেন, ‘ইন্ডিয়ান আইডলের এই সিজনটি সত্যিই সঙ্গীতের সবথেকে বড় উৎসব হতে চলেছে। আমি ইন্ডিয়ান আইডলে ফিরে আসতে পেরে খুব খুশ।এই শো আমাকে আগেও অনেক স্বীকৃতি দিয়েছে।’ 

হুসেন স্বীকার করে নিয়েছেন, দীর্ঘ ৮ বছরে সঞ্চালনায় অনেক পরিবর্তন হয়েছে। তাঁর কথায়, ‘সঞ্চালনায় এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন হল, এটা সিরিয়াস হওয়ার পরিবর্তে, এখন বিচারক ও বিশেষ অতিথিদের সঙ্গে আলাপচারিতার সম্পর্কে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়।’

হুসেনের কথায়, 'একজন সঞ্চালক হিসাবে, বর্তমান সময়ে আমার প্রথম ভূমিকা হ'ল প্রতিযোগীদের স্বাচ্ছন্দ্যে রাখা এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করা যাতে প্রতিযোগীরা তাঁদের সবটা তুলে ধরতে পারে।

এই শোয়ের প্রাথমিক পর্বের শুটিং শুরু হয়েছে এবং শ্রেয়া, বিশাল এবং কুমারদা এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।'

প্রসঙ্গত, একসময় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম-এক পেয়ারাসা বন্ধন’-এর হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন হুসেন কুয়াজেরওয়ালা।

এসি/ আই.কে.জে


ইন্ডিয়ান আইডল হুসেন কুয়াজেরওয়ালা

খবরটি শেয়ার করুন