ছবি: সংগৃহীত
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১০ জুন) নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিসিসি নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার বলেন, নির্বাচনে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য রয়েছে। শনিবার থেকে ৪ দিন তারা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। এসব টহল টিমের সঙ্গে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলেও জানান এই কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো নির্বাচনী এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। সিসিক্যামেরা রয়েছে সর্বত্র, আমরা তার মাধ্যমে মনিটরিং করবো।
আরো পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যা ব, কোস্টগার্ড ও নৌ-পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
বরিশাল নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
এম/