সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা ভাষায় মুক্তির অনুমতি পেল ‘এমআর-৯’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমার পোস্টার। সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। 

সিনেমাটি মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। তবে সেটা ছিল ইংরেজি সংস্করণ। এবার বাংলা সংস্করণে সিনেমাটি চালানোর অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সোমবার (২৮ আগস্ট) সিনেমাটি বাংলা সংস্করণে সেন্সর পেয়েছে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ।

তিনি বলেন, এমআর-৯: ডু অর ডাই’ ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। তবে ইংরেজি সংস্করণ হওয়ায় বাংলাদেশি দর্শকের কিছুটা অসুবিধা হচ্ছে। 

আজ বুধবার (৩০ আগস্ট) সিনেমাটি বাংলা সংস্করণের সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন বলে জানান প্রযোজক। আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) দর্শক বাংলা সংস্করণ উপভোগ করতে পারবে।

এ সিনেমাটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।

সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও আছেন হলিউড অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার। আছে বলিউডের সাক্ষী প্রধান, ওমি বৈদ্য। এ ছাড়া বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি প্রমুখ।

এসকে/


সিনেমা মাসুদ রানা ‘এমআর-৯: ডু অর ডাই’ ধ্বংসপাহাড় প্রযোজক বাংলা সংস্করণ

খবরটি শেয়ার করুন