সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ আইন সমিতির সভাপতি শাহনেওয়াজ টিপু, সাধারণ সম্পাদক মাহফুজুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

বাংলাদেশ আইন সমিতির ২০২৪ সালের কার্যকরী সংসদে অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু সভাপতি এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন (পিপিএম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৫ই ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স এ্যানেক্স) ভবন চত্বরে বাংলাদেশ আইন সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের উপস্থিতিতে ৭৫ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, নুর ন্নাহার ওসমানী, মো. মনির হোসেন, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সুপ্রিয়া দাস, মো. শাহিনুর ইসলাম ফারুক, মো, জাহাঙ্গীর আলী খান ও ইসরাত জাহান শান্তনা।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচতি হয়েছেন, মাহমুদুল হক রাজ ও মো. আরিফুজ্জামান (আরিফ)। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মমতাজ পারভীন মৌ ও মাকসুদ উল্লাহ। সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম ও হাসিবুল হক লাবু। সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন মিনহাজ, সহ-অর্থসম্পাদক নিশাত ফারজানা নিপা, দপ্তর সম্পাদক আলী হায়দার কামাল, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াস (সোহান), এনরোলমেন্ট সম্পাদক রোকসানা আক্তার কবিতা, এনরোলমেন্ট সহ-সম্পাদক সাইফুল ইসলাম যুবায়ের। শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মো. জাহিদ আল মামুন, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক আরাফাতুল রাকিব। প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক সেজা। আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান দুলু, আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক মো. তোফায়েল আহমেদ আরিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহেদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক মুহাম্মদ সালমান ফার্সী, আপ্যায়ন সম্পাদক মো. শেখ সুজন, আপ্যায়ন সহ-সম্পাদক মাহাদী হাসান ভূঁইয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. ওমর হায়দার জুয়েল, গ্রন্থনা ও প্রকাশনা সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক সৈয়দ হোসাইন চৌধুরী, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক আল ফরহাদ বিন কাশেম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতাউল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মঈনুদ্দীন কাদের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক মো. রহিম মিয়া।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১১ জন। তারা হলেন, আসাদুজ্জামান, মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, বাকির উদ্দিন ভূঁইয়া, ফাতেমা রওশন জাহান মম, মোহাম্মদ মাসুম মিয়া, শহিদুল ইসলাম, এইচ. এম. শফিকুল ইসলাম আশিক, মো. তারেক রহমান, মোহাম্মদ আল-নাহিয়ান খান জয়, মো. সাদ্দাম হোসেন, ও শেখ ওয়ালি আসিফ (ইনান)।

এর আগে শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতির বার্ষিক সম্মেলনের সামাপ্তি হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, সচিব, জেলাজজবৃন্দ, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও বিজ্ঞ আইনজীবীসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

এসকে/ 

বাংলাদেশ আইন সমিতি

খবরটি শেয়ার করুন