শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের অধিনায়ক নির্ধারণ হবে মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ক্রিকেট অনুরাগী আর টিম বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য বড় খবর, নিজ থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সি ছাড়া তামিম ইকবালের জায়গায় নতুন অধিনায়কের নাম ঘোষণা হবে আগামীকাল।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নতুন অধিনায়ক মনোনীত করতে এক জরুরি বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। ৮ আগস্ট বেলা ২ টায় শুরু বিসিবি পরিচালক পর্ষদের এই জরুরি সভা। 

বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক ও জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধানের কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। 

জালাল বলেন, মূলত নতুন ওয়ানডে অধিনায়ক মনোনীত করতেই এ জরুরি বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আশা করছি ওই সভাতেই নতুন ওয়ানডে অধিনায়ক ক্যাপ্টেন নির্বাচনের কাজ শেষ হবে। মিটিং শেষে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে।

মাঝে সাকিব ও তামিমের বদলে কয়েকটি ম্যাচ ও একাধিক ফরম্যাটে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। তাকেই কি এশিয়া কাপে দল পরিচালনার দায়িত্ব দেয়া হবে? নাকি নাকি টেস্ট এবং টি-টোয়েন্টির সঙ্গে পাশাপাশি ওয়ানডে ক্যাপ্টেনও করা হবে সাকিবকে?

নানা জল্পনা-কল্পনা ও কথা-বার্তা শুনে মনে হচ্ছে বিসিবি সাকিবকেই পরবর্তী ওয়ানডে অধিনায়ক করতে আগ্রহী। তাছাড়া সাকিবের চেয়ে বেটার কোনও অপশন বিসিবির হাতে নেই। তাই ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডার সাকিবকেই হয়ত নতুন ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে বেছে নিতে পারে বিসিবি। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রথমদিন মানে গত বৃহস্পতিবার তামিম যেদিন অধিনায়ক ছাড়ার ঘোষণা দেন, তখন পাশে বসে নতুন ওয়ানডে ক্যাপেটন নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও গত ৫ আগস্ট বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র আবহনী প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে আবাহনী ক্লাবে বিসিবি প্রধানের উচ্চারণ, আসলে সাকিবকে অধিনায়ক করাই সবচেয়ে সহজ কাজ। অপর বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও সাকিবকেই ‘অভিয়াস চয়েজ’ বলে অভিহিত করেছেন।

যেহেতু সামনেই বিশ্বকাপ। এশিয়া কাপের পর পরই চলে আসবে নিউজিল্যান্ড। কিইউদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই বিশ্বকাপ যাত্রা টাইগারদের। তার মানে বিশ্বকাপের আগেও আরও দুটি মিশন আছে। কাজেই শুধু এশিয়া কাপের জন্য কাউকে ক্যাপ্টেন করার সম্ভাবনা নেই বললেই চলে। ধরেই নিতে হবে যিনি এশিয়া কাপে অধিনায়ক হবেন, তিনিই বিশ্বকাপেও টিম বাংলাদেশের অধিনায়ক থাকবেন।

এখন দীর্ঘ মেয়াদের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের বিকল্প কেউ নেই। তারপরও সাকিবকে ৩ ফরম্যাটে অধিনায়ক করতে বিসিবিকে ভাবতে হচ্ছে। কিছু বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে। তাহলো, সাকিব তিন ফরম্যাটে পুরো সময় দিতে পারবেন কি না?

এসকে/ আইকেজে 


অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দল

খবরটি শেয়ার করুন