ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে শঙ্কার মুখে পড়ে যাওয়া এশিয়া কাপের সূচি নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা জানিয়েও নানা টালবাহানায় সেটি প্রকাশ হচ্ছেই না। এদিকে চূড়ান্ত সূচি প্রকাশ হওয়ার আগেই সূচিতে পরিবর্তনের হাওয়া লেগেছে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো আজ বুধবার (১৯ জুলাই) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এশিয়া কাপের আসর মাঠে গড়ানোর কথা ছিলো ৩১ আগস্ট। তবে এখন জানা গেছে একদিন এগিয়ে এনে ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ।
নতুন এই সূচিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩ সেপ্টেম্বর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
🗓️ Pakistan are set to play India on September 2 in Kandy in the 2023 Asia Cup https://t.co/weXVC8uO37
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 19, 2023
এবারের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর তারিখ জানানো হয়েছে ১৭ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচ হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। রাজনৈতিক বৈরিতার জের ধরে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। এজন্য ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কায়।
আরো পড়ুন:ম্যানচেস্টারের চতুর্থ টেস্ট আজ থেকে শুরু
এদিকে পাকিস্তানে হওয়া ৪টি ম্যাচই হওয়ার কথা ছিলো লাহোরে। তবে নতুন প্রস্তাবিত সূচিতে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ মুলতানকেও ভেন্যু হিসেবে যুক্ত করেছেন। মুলতানেই ৩০ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল।
এম/