ছবি : সংগৃহীত
পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দুটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুইটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।
শনিবার (৩০শে ডিসেম্বর) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের দুইটি আসনে নির্বাচনে অংশ নিতে ইমরানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। লাহোরে তার মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে পাকিস্তান নির্বাচন কমিশন থেকে বলা হয়, “প্রথমত তিনি ওই নির্বাচনী এলাকার নিবন্ধিত ভোটার নন। দ্বিতীয়ত তিনি আদালত থেকে সাজাপ্রাপ্ত বিধায় আইনানুযায়ী নির্বাচনে অংশ নিতে অযোগ্য।“ তার নিজের শহর মিয়ানওয়ালি থেকেও ইমরানের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআই এর মিডিয়া টিম।
আরো পড়ুন: নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে উত্তাল তেল আবিব
পাকিস্তানে আগামী ৮ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির সংবিধান অনুযায়ী, আদালতে কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সরকারি পদের জন্য নির্বাচন করতে পারবেন না। তরপরও দল থেকে ইমরানের মনোনয়নপত্র শুক্রবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল।
ইমরানকে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। অথচ তিনিই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছেন না। এজন্য তিনি দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীকে দায়ী করেছেন। বলেছেন, তিনি সামরিক বাহিনীর ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার কারণেই তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।
সূত্র: ডন
এইচআ/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন