শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাসি-পচা মাংস পাওয়ায় মুঘল কাবাবকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বাসি-পচা মাংস ফ্রিজে মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে রাজধানীর পল্টনে মুঘল কাবাব হাউজ রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

রোববার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার, পচা মাংস মজুত, লেবেলবিহীন খাদ্যদ্রব্য রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্যসহ নানা অপরাধে রেস্তোরাঁর অস্বাস্থ্যকর সব খাবার জব্দ করা হয়। পরে রেস্টুরেন্টের মালিকের উপস্থিতিতে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

ম্যাজিস্ট্রেট ব‌লেন, আমা‌দের নিয়‌মিত অভিযা‌নে রেস্তোরাঁটির ফ্রিজে বাসি খাবার, পচা মাংস মজুত, লে‌বেলবিহীন খাদ‌্যদ্রব‌্য রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ‌্য রাখাসহ নানান অপরা‌ধে রেস্টু‌রেন্টটির অস্বাস্থ‌্যকর সব খাবার জব্দ করা হয়। প‌রে প্রতিষ্ঠানটির মা‌লি‌কের উপ‌স্থি‌তি‌তে দুই লাখ টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে এক মা‌সের কারাদণ্ডের আদেশ দি‌য়ে‌ছি।

আরো পড়ুন : আইফোন ১৫ প্রো গরম হওয়ার কারণ জানালো অ্যাপল

ইশরাত সিদ্দিকা ব‌লেন, তা‌দের এখা‌নে যে‌হেতু আমা‌দের প্রথম অভিযান তাই এবার তাদের‌কে আমরা আইন অনুযা‌য়ী সর্বনিম্ন দুই লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছি এবং তা‌দের‌কে আমরা সময় দি‌য়ে‌ছি। পরবর্তী‌তে য‌দি তা‌দের এই সমস্ত অপরাধ ধরা পড়ে তাহ‌লে আমরা তা‌দের‌কে বড় ধর‌নের জরিমানার আওতায় আন‌বো। আর কোনো সু‌যোগ দেবো না।

এসকে/


রাজধানী জরিমানা মুঘল কাবাব হাউজ পল্টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন