রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিছানার নিচে পাওয়া গেলো ৫৫ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিছানার নিচে লুকানো কোটি কোটি টাকা। ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে সাবেক এক নারী কর্মকর্তার বাড়ি থেকে এই টাকা উদ্ধার করেছে দেশটির আয়কর দফতর।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে সাবেক নারী কর্পোরেটর এবং তার স্বামীর কাছে থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এর পিছনে তেলেঙ্গানার ভোট কেনার রাজনীতি দেখছেন রাজ্যের অর্থমন্ত্রী।

জানা গেছে, শুক্রবার রাতে বেঙ্গালুরুতে অশ্বত্থাম্মা এবং তার স্বামী আর অম্বিকাপখির বাড়িতে হানা দেয় আয়কর কর্তারা। তাদের মেয়ে এবং আর টি নগরে অশ্বত্থাম্মার দেওর প্রদীপের বাড়িতে চলে তল্লাশি।

খবরে বলা হয়েছে, তল্লাশির সময়ে তাদের বিছানার নিয়ে ২২টি বক্সে রাখা ছিল প্রায় ৪২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি ৫৩ লাখ টাকা)। পুরোটাই ছিল ৫০০ রুপির নোটে। ভোটমুখী তেলেঙ্গানায় কোথা থেকে এলো এত টাকা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বিপুল পরিমাণ নগদ চেন্নাই হয়ে হায়দরাবাদে আনার ছক ছিল। তার আগেই সূত্র মারফত খবর পেয়ে সেই টাকা বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। 

রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তেলেঙ্গানার অর্থমন্ত্রী হরিশ রাওয়ের অভিযোগ, পড়শি রাজ্য থেকে ভোট কেনার টাকা আসছে তেলেঙ্গানায়। তার অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে। তেলেঙ্গানার ভোটে জিততে তারা দুহাতে টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভারত রাষ্ট্র সমিতির নেতা।

ওআ/


টাকা বিছানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন