শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মশার লার্ভা নির্মূলে ব্যবহৃত জৈব কীটনাশক

বিটিআই কেলেঙ্কারিতে মার্শাল অ্যাগ্রোভেট ও চীনা নাগরিকের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

মশার লার্ভা নির্মূলে ব্যবহৃত জৈব কীটনাশক বিটিআই

ডেঙ্গু বহনকারী এডিস মশার লার্ভা নির্মূলে ব্যবহৃত জৈব কীটনাশক বিটিআই আমদানির কেলেঙ্কারিতে মার্শাল এগ্রোভেট এবং একজন চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে গত সোমবার (২১ আগস্ট) গুলশান থানায় মার্শালের চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করে ডিএনসিসি। 

সিটি কর্পোরেশনের আইনজীবী সাজেদ আহমেদ বলেছেন, তারা চীনা নাগরিক লি কিয়াং-এর বিরুদ্ধে মামলা করেছেন। কারণ তিনি নিজেকে ভুলভাবে সিঙ্গাপুরের একটি ফার্ম বেস্ট কেমিক্যালের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করেছিলেন।

গুলশান থানার ওসি ফরমান আলী বলেন, আমরা মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

ডেঙ্গুর রোগ ছড়ানোর জন্য দায়ী এডিস মশার লার্ভা মোকাবিলায় ডিএনসিসি গত ৭ আগস্ট বিটিআই চালু করে।

আরো পড়ুন: চীনা পণ্য আমদানিতে জালিয়াতির অভিযোগ কাস্টমসের ৫ কর্মকর্তার বিরুদ্ধে

তারা জানিয়েছিল, মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রির মাধ্যমে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে পাঁচ টন বিটিআই কীটনাশক সংগ্রহ করে।   

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, বেস্ট কেমিক্যাল একটি বিবৃতি জারি করে। এতে তারা বাংলাদেশে বিটিআই সরবরাহের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। 

যেহেতু মার্শাল এগ্রোভেট তাদের দাবিকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, বিটিআিই বেস্ট কেমিক্যাল থেকে সংগ্রহ করা হয়েছে, এতে প্রতারণার আশ্রয় নেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ডিএনসিসি। 

এসকে/ 

ডিএনসিসি মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রির বিটিআই

খবরটি শেয়ার করুন