রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে অজ্ঞান পার্টির এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির এক  সক্রিয় সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

আটককৃত ব্যক্তির নাম মো. মামুন (৩১)।  বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরে যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

এপিবিএন সূত্রে জানা যায়, ৬ ও ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুটি অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগে একই ধরনের নমুনা লক্ষ করা যায়।

৫ আগস্ট দুবাই থেকে আসা অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। মামুন কৌশলে যাত্রীর গন্তব্য জেনে নেয়। এরপর নিজেও একই দিকে যাবে বলে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত মামুন। পরে গাড়িতে আস্থা অর্জন করে যাত্রী অজিতকে জুস পান করান। এতে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হারিয়েছেন মালামাল।

৮ আগস্ট যাত্রী ইয়াসিন আরাফাত দোহা থেকে ঢাকা ফেরেন। এরপর একই কায়দায় তিনিও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ১৩ আগস্ট তিনি অভিযোগ করেন এপিবিএনে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এপিবিএন। তদন্তে মো. মামুনকে অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। ১৬ আগস্ট রাত ১০টায় অভিযুক্ত মামুনকে আবারও যাত্রীবেশে বিমানবন্দরের ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবি করছিল মামুন। এ সময় যাত্রীর মতো ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করে মামুন।

তিনি আরও জানান, দুই যাত্রী অজিত ও ইয়াসিন আরাফাতকে সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলেও স্বীকার করেছে। মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম.এস.এইচ/


বিমানবন্দর অজ্ঞান পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন