সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে জাপানি লাক্সারি বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি মালয়েশিয়া স্টার।

শনিবার (২০ মে) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজটি। বন্দর সূত্রে জানা যায়, জাপানের ৯২৬টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে ভিড়েছে জাহাজটি। এ জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

এর আগে চলতি মাসের ১২ মে সিঙ্গাপুরের একটি বন্দর থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসে এমভি মালয়েশিয়া স্টার। প্রথমে এক হাজার ৩৭৫টি গাড়ি নিয়ে ১৮ মে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ৪৫০টি গাড়ি খালাস শেষে ১৯ এপ্রিল রাতে বাকি গাড়ি নিয়ে মোংলার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।
 
আরও পড়ুন:
একাধিক সোনার বার আনতে পারবেন না প্রবাসীরা, ব্যাগেজ রুলস সংশোধন হচ্ছে

এদিকে শনিবার মোংলা বন্দরে নোঙ্গর করার পরপরই খালাস কাজ শুরু করে পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিমিটেড। এ বন্দরে খালাস করা হবে ৯২৬টি বিলাসবহুল রিকন্ডিশন ও বিভিন্ন মডেলের নতুন গাড়ি।
 
এ ছাড়া মোংলা বন্দরের জেটিতে গাড়িগুলো খালাস করতে ২ দিন সময় লাগবে বলে জানিয়েছে জাহাজটির শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। গাড়িগুলো খালাস শেষে বন্দরের জেটির ইয়ার্ড ও সেডে সারিবদ্ধ করে রাখা হবে। পরে দেশীয় আমদানিকারক ব্যবসায়ীদের শো-রুমে পাঠানো হবে।
 
স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরে বেশি সুযোগ সুবিধা থাকায় দেশি-বিদেশি আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা মোংলা বন্দরকে বেছে নিচ্ছেন। তাই দেশের বড় বড় মেগা প্রকল্পের মেশিনারিজ পণ্য এখন বেশিরভাগই মোংলা বন্দর দিয়ে খালাস করা হচ্ছে। তাতে ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।
 
তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু চালু ও সড়ক পথের অবকাঠামোগত দিক ঠিক হওয়ায় ঢাকার সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কমেছে আগের তুলনায় অর্ধেক। আগে মোংলা বন্দর থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগত ১২ থেকে ১৪ ঘন্টা। এখন মাত্র ৩ ঘন্টায় ঢাকায় পৌঁছানো যায়।’


এসি/ আইকেজে 

 

বিলাসবহুল মোংলা বন্দর

খবরটি শেয়ার করুন