শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ। ভারতে এই মুহূর্তে তাই সাজো সাজো রব। নানা দেশ থেকে ক্রিকেটাররা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আপাতত খবর পাওয়া যাচ্ছে উদ্বোধনে বলিউড তারকাদের উপস্থিতি বিশেষ করে লক্ষ্য করা যাবে। 

তারকাদের মধ্যে যারা ওপেনিং শো-তে পারফর্ম করতে পারেন. তাঁদের মধ্যে বিশেষভাবে সামনে আসছে  শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং-দের নাম। এই তিনজনই এর আগের ওয়ার্ল্ড কাপের ক্লোজিং সেরমিনিতে ভাগ নিয়েছিলেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন পারফর্ম করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

অভিনেতাদের মধ্যে নাম উঠে আসছে বরুণ ধাওয়ান, রণবীর সিং এবং তামান্না ভাটিয়াদের। এছাড়ও প্রতিযোগী ১০টি দলের অধিনায়করা অনুষ্ঠানে উপস্থিত তো থাকছেনই। প্রথম ম্যাচটি খেলা হবে ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই খেলা হবে।

এমনকী টুর্নামেন্টের ফাইনালও হবে আহমেদাবাদেই। টুর্নামেন্ট শুরুর ম্যাচ এবং শেষের ম্যাচ হবে একই ভেন্যুতে। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ নভেম্বর। 

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে গুজরাটি সংস্কৃতির একটি প্রদর্শনী। ৩ অক্টোবরের মধ্যেই ১০ দলের অধিনায়করা পৌঁছে যাবেন আহমেদাবাদে। উদ্বোধনের আগে ১০টি দলের মধ্যে ছ'টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। 

আরো পড়ুনসেলিব্রিটি ক্রিকেট লিগে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

বিশেষ কারণেই প্রথম ম্যাচের আগের দিন, অর্থাৎ ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানটি রাখা হয়েছে। যাতে ম্যাচে অহেতুক দেরি না হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে যথাযথ সময় দেওয়া যায় তাই এই বিশেষ ব্যবস্থা। 

এই অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), গ্লোবাল ক্রিকেট গভর্নিং বডির নির্বাহী বোর্ডের সদস্যরা এবং আয়োজক ক্রিকেট সংস্থা অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

এসি/ আই.কে.জে/ওআ

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান অরিজিৎ

খবরটি শেয়ার করুন