শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এফএও’র প্রতিবেদন

বিশ্বব্যাপী খাদ্যের দাম ২ বছরের মধ্যে সর্বনিম্ন মে মাসে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের খাদ্য সংস্থার বৈশ্বিক খাদ্যমূল্যের সূচক মে মাসে দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। কারণ, চিনি ও মাংসের দাম বেড়ে যাওয়ার পরও উদ্ভিজ্জ তেল, খাদ্যশস্য ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় সার্বিক মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। খবর রয়টার্সের।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বাণিজ্য হয়, এমন সব পণ্যের দাম ওঠানামার ওপর নজর রাখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও। শুক্রবার সংস্থাটি জানায়, গত মাসের সংশোধিত ১২৭ দশমিক ৭ পয়েন্টের তুলনায় মে মাসে খাদ্যমূল্যের গড় সূচক ছিল ১২৪ দশমিক ৩ পয়েন্ট। ২০২১ সালের এপ্রিলের তুলনায় মে মাসে স্কোর ছিল সর্বনিম্ন। এর মানে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ২০২২ সালের মার্চে পৌঁছানো সর্বকালের সর্বোচ্চ পয়েন্ট থেকে এখন ২২ শতাংশ কমে এসেছে।

আরো পড়ুন:বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

খাদ্যশস্যের সরবরাহ এবং চাহিদা সম্পর্কিত পৃথক প্রতিবেদনে সংস্থাটি এ বছর বিশ্ব শস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ২ দশমিক ৮১৩ বিলিয়ন টন।

এম/



Important Urgent

খবরটি শেয়ার করুন