শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির নির্মান হলো যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বর্তমান যুগে নির্মিত ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে নিউ জার্সিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে অক্টোবর মাসে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয় থেকে সকল হিন্দুদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম মন্দির হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে কাম্বোডিয়ার ‘আংকোর ওয়াট’ মন্দিরটি।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের প্রায় ৯০ কিলোমিটার দূরে এবং ওয়াশিংটন ডিসি-র ২৭৯ কিলোমিটার উত্তরে নিউ জার্সির রবিনসভাইল টাউনশিপে ১৮৩ একর জায়গার উপর নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরটি। এই মন্দিরটির নাম ‘স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির’। 

মন্দিরের নজরকাড়া স্থাপত্য প্রশংসার দাবিদার। প্রতিটি মিনার থেকে ছাদ ও অন্দরসজ্জায় নিখুঁত কারুকাজে হিন্দু ধর্মের চরিত্র ও গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে এটি। নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি ভারতের বাইরেরও সর্ববৃহৎ মন্দির। টাইমস স্কয়ার থেকে ৯০ মিটার দক্ষিণে মন্দিরটির উদ্বোধন হবে আগামী মাসে।       

১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরিতে ১২ বছর সময় লেগেছে। যুক্তরাষ্ট্রে প্রায় ১২ হাজার ৫০০ জন মিলে এই নির্মাণ শেষ করেছে। 

মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা মন্দিরে ১০ হাজারটিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্য যন্ত্র এবং নৃত্যকলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয়সহ মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। 

এতে ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেলসহ প্রায় ২০ লাখ ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে। 

ভারত, তুরস্ক, গ্রিস, ইতালি ও চীনসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই পাথর আনা হয়। আগামী ৮ অক্টোবর স্বামী নারায়ণ অক্ষরধামের প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির উদ্বোধন করবেন।

এসকে/ 


যুক্তরাষ্ট্র ভারত কম্বোডিয়া মন্দির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম

খবরটি শেয়ার করুন