প্রতীকী ছবি
কার্বোনেটেড পানীয় শিল্পের ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৩০ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ট্রান্সকম বেভারেজেস, প্রাণ, আব্দুল মোনেম এবং কোকা-কোলা বাংলাদেশ কোমল পানীয়র ওপর ন্যূনতম কর সর্বোচ্চ ১ শতাংশ করার দাবি জানিয়েছিল। তারা এক চিঠিতে এনবিআরকে জানিয়েছিল, “নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কার্বোনেটেড পানীয় শিল্পের উপর কর হার প্রায় ৮৩০ শতাংশ বেড়েছে। এতে করে এ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কোম্পানির অর্থপ্রবাহ কমে যাবে, এসব প্রতিষ্ঠানে নতুন কর্মক্ষেত্র তৈরির সুযোগ কমে যাবে। একই সঙ্গে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে।”
মূলত প্রতিষ্ঠানগুলোর দাবি বিবেচনায় নিয়ে এনবিআর এ খাতে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এম.এস.এইচ/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন