বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিকস সফরে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী (২২ আগস্ট) ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবেন। এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মিটিং ও সাক্ষাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে এ তথ্য জানানো হয়। 

আগামী (২৩ আগস্ট) তারিখে প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে' যোগ দেবেন বলে জানিয়েছে। 

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আফ্রিকার দেশসমূহে নিযুক্ত রাষ্ট্রদূতদের আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’ (Regional Envoys Conference)-এ অংশ নিবেন। 

একইদিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিসহ ব্রিকস সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরে তিনি সন্ধ্যায় প্রধানমন্ত্রী ব্রিকস-এর বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি কর্ত্যৃক আয়োজিত ভোজসভায় যোগদান করবেন।

আহামী (২৪ আগস্ট) তারিখে প্রধানমন্ত্রী BRICS-Africa Outreach and the Brics Plus Dialogues এ অংশগ্রহণ করবেন। এ ডায়ালগে ব্রিকসের নিউ ডেভেলপ ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ হতে প্রধানমন্ত্রী দিবেন। বিশ্বের প্রায় সত্তরটি দেশের প্রতিনিধিগণ এখানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এরপরে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে সাক্ষাত করবেন।

সফর চলাকালীন সময়ে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলেও জানা গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আফ্রিকার অনেক দেশ অনুরোধ জানিয়েছে। 

দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সেগুলো বিবেচনা করছি। এগুলোর সময় এখনো নির্ধারিত হয়নি।

BRICS-Africa Outreach and the Brics Plus Dialogues’-এ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছে পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এরপরে তিনি আগামী (২৬ আগষ্ট) তারিখ সকালে ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন।

আর.এইচ 

প্রধানমন্ত্রী

খবরটি শেয়ার করুন