শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাল হওয়া ছবি আসল না নকল জানাবে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুগল তাদের ইমেজ সার্চ টুলে অনেক ধরনের ফিচার যোগ করেছে, যা অনেকেরই অজানা। আপনিও যদি প্রযুক্তি কোম্পানি গুগলের ইমেজ সার্চ টুল ব্যবহার করেন, তাহলে এই ফিচারটি সম্পর্কে জেনে নিন।

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ফটো থাকে, যা আসল হয় না। এই ধরুন আপনি কারও সঙ্গে কথা বলছেন, আর সে আপনাকে এমন একটি ফটো পাঠিয়েছে, যা আপনার নকল বলে মনে হচ্ছে। আপনি চাইলেই সেই ফটোটি আসল না নকল, তা নিশ্চিত করে নিতে পারেন। কোম্পানির ইমেজ সার্চ টুলে এমনই একটি নতুন আপডেট আনতে চলেছে।

কেন ইমেজ সার্চে নতুন ফিচার আনা হচ্ছে?

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন টেক্সট প্রম্পটে যেকোনো ধরনের ছবি সহজেই তৈরি করা যায়। এরকম অনেক ওয়েবসাইট এসেছে, যেগুলো ব্যবহার করা খুবই সহজ। এতে সমাজে অনেক ভুল তথ্য ছড়িয়ে যেতে পারে বলে মনে করছে গুগল। তাই কোম্পানিটি সেই সব তথ্যকে আটকানোর জন্য এই ফিচার আনছে।

ফিচারটি কীভাবে কাজ করবে?

যদি এমন কোনও ধরনের ছবি ভাইরাল হয়, যা নকল। অর্থাৎ মানুষ বুঝতে পারছে না ঠিক কী করা উচিত। তখন এই ফিচারটি কাজে লাগতে পারে। যে কোনও ছবিই, সেটা নকল না আসল তা বলে দেবে। এমনকি সেই নকল ছবি কীভাবে তৈরি হয়েছে, তাও জেনে যাবেন।

টেক জায়ান্ট গুগল এই ফিচার আনার জন্য অনেক ওয়েবসাইটের সঙ্গে কাজ করছে। এমনকি মিডজার্নি এবং শাটারস্টকের মতো প্রকাশকদের সঙ্গেও কাজ করেছেন। যাতে যে কোনো নকল ছবির উৎসকে সঠিকভাবে শনাক্ত করা যেতে পারে। এর সঙ্গে সঙ্গে কোম্পানিটি সেই সব দিকেও নজর রাখবে, যাতে কোনওরকম ভুল তথ্য সহ ছবিগুলো ছড়িয়ে না পড়ে। অনেক স্টার্টআপ এআই প্রযুক্তির মধ্যে ভুল তথ্য ছড়ানোকে রোধ করতে কাজ করছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সব দিকে লক্ষ রাখছে।

আরো পড়ুন: খারাপ বা পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নিয়মাবলী

মাইক্রোসফটের ট্রুপিক ব্যবহারকারীদের ইমেজ যাচাইয়ের সুবিধা দেয়। ফলে মানুষ খুব সহজেই নকল বা আসল ছবি চিনে নিতে পারেন।

এম এইচ ডি/আইকেজে 

গুগল টিপস সাইবার সিকিউরিটি

খবরটি শেয়ার করুন