২৪ বছর বয়সী ক্রীড়াবিদ এবং পর্বতারোহী, আশা মালভিয়া, ভারতকে নারীদের জন্য সুরক্ষিত প্রমাণ করার জন্য প্রায় ১৬,৬০০ কিলোমিটার অতিক্রম করে, ভারতের ১৯ টি রাজ্য পরিভ্রমণ করে ত্রিপুরার আগরতলায় এসে পৌঁছেছেন।
২০২২ সালের ১ নভেম্বর মধ্যপ্রদেশের রাজগড় জেলার নাতারাম থেকে একাই যাত্রা শুরু করেন আশা। ২০২৩ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সময় সারা ভারত ঘুরে নয়াদিল্লিতে এসে তিনি তার যাত্রা শেষ করবেন।
মধ্যপ্রদেশের এই ক্রীড়াবিদ সাইকেলে করে সারা ভারতের ২৫,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এটা প্রমাণ করে দিতে চান যে ভারত মহিলাদের একা চলাফেরার জন্য নিরাপদ।
এ ব্যাপারে আশা জানান, ভারতের অধিকাংশ নাগরিকই মনে করে এদেশ মহিলাদের একা চলাফেরার জন্য নিরাপদ নয়। কিন্তু তিনি মানুষকে এ ব্যাপারে সচেতন করতে চান এবং প্রমাণ করে দিতে চান যে ভারত মহিলাদের একা চলাফেরার জন্য সম্পূর্ণ নিরাপদ।
তার এ ভ্রমণের উদ্দেশ্য হলো নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়া। এদেশের অনেক মহিলারাও একা চলাফেরা করতে ভয় পান। তিনি ভারতের সমস্ত মহিলাদের জন্য এ বার্তা দিতে চান যে, ভারত মহিলাদের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি দেশ।
বর্তমানে ত্রিপুরার পুলিশ সদর দপ্তর প্রাঙ্গনে তার থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি সেখানকার আইপিএস, টিপিএস পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। তিনি পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সাইকেলে তিনি তিনটি পোশাক, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু শুকনো ফল বহন করছেন যা মধ্যপ্রদেশের পর্যটন বিভাগের পক্ষ থেকে তাকে দেওয়া হয়।