শিরোপাজয়ী বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
প্রথমবারের মত ভারতকে হারিয়ে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স টুর্নামেন্টের ইয়ুথ বিভাগে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক মেয়েরা। তবে অনূর্ধ্ব-১৯ বিভাগে ভারতের কাছে হেরেই শিরোপা খুঁইয়েছে বাংলার মেয়েরা।
শক্তিমত্তা, কৌশল কিংবা অভিজ্ঞতা সবদিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারতীয় নারী হ্যান্ডবল দল। তবে বাংলার জয়ীতাদের দৃঢ়তার সামনে ধোপে ঠিকতে পারিনি ভারতীয় অনূর্ধ্ব-১৭ নারী দলের কৌশল। এক প্রকার অসাধ্য সাধন করেই বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স হ্যান্ডবলের অনূর্ধ্ব-১৭ বিভাগের শিরোপা জিতেছে তারা।
রাউন্ড রবিন লিগে ভারতের কাছে ১০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলার মেয়েরা। সেই ম্যাচ থেকে শক্তি সঞ্চার করে এদিন ভারতের বিপক্ষে সমানে সমান লড়েছে মার্ফি-রুনারা।
শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠে ম্যাচ। আগের ম্যাচে হারলেও ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামে বাংলার জয়িতারা। তবে ২০-২০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ভারতকে চেপে ধরে বাংলাদেশ। নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ৪৬- ৪৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলার জয়িতারা।
আরো পড়ুন: প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন
ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫ গোলের দাবিদার মার্ফি। এছাড়া রুনা লায়লা ১৪ ও তাহেরা আক্তার তানিয়া ১০টি গোল করেছে। ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলায় উদযাপনেও ছিল ভিন্নতা। অনূর্ধ্ব ১৭ বিভাগে টুর্নামেন্ট সেরা হয়েছে বাংলাদেশের অধিনায়ক মার্ফি।
এম/
খবরটি শেয়ার করুন